পাটনা: মাস কয়েক বাদেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনীতির দাবা খেলায় ঘুঁটি সাজাতে ব্যস্ত সব দল। এমন সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হয়ে ময়দানে নামলেন তাঁর ছেলে নিশান্ত। শুধু সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়াই নয়, নীতীশ ও জেডিইউ-র হয়ে রীতিমতো ভোট চাইলেন তিনি। দু-দশকের বেশি সময় ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ। কিন্তু কখনই তাঁর পরিবারের কোনও সদস্যকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। রাজনীতি ও সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রাখতেই স্বচ্ছন্দবোধ করেন তাঁরা। এবার নিশান্ত যেভাবে বাবার হয়ে সরব হয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি বখতিয়ারপুরে পৈতৃক বাড়িতে গিয়েছিলেন নীতীশ। সঙ্গে ছিলেন নিশান্ত। সেখানেই প্রথমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নিশান্ত বলেন, ‘প্রথমবার সংবাদমাধ্যমের সামনে এলাম। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই এবছরই বিহারে বিধানসভা ভোট। বাবা যাতে ক্ষমতায় আসতে পারেন সেজন্য আপনাদের সাহায্য এবং আশীর্বাদ চাইছি। বাবাকে জেতান, তাঁর দলকে ক্ষমতায় ফেরান। বাবা থাকলে বিহারের আরও উন্নয়ন হবে।’ তবে কি রাজনীতিতে আসতে চলেছেন নিশান্ত? উত্তর মেলেনি।
জেডিইউতে নীতীশ কুমারের উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে বহু দিন ধরেই চর্চা চলছে। মুখ্যমন্ত্রী নিজে অবশ্য কখনই এবিষয়ে মুখ খোলেননি। রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে বরাবর ধীরে চলেছেন। একসময় প্রশান্ত কিশোর ওরফে পিকে-কে নীতীশ নিজের উত্তরাধিকারী হিসাবে গড়ে তুলতে চাইছেন বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু সেই চর্চাও বেশি দিন স্থায়ী হয়নি। বর্তমানে জন সুরজ দল গড়ে নীতীশের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন প্রাক্তন ভোট-কৌশলী পিকে। এদিকে নীতীশ-বিজেপি জোটকে ক্ষমতাচ্যুত করতে রাজ্যের বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। রাজনীতির নয়া সমীকরণে তাই কি ছেলেকে সামনে আনার কৌশল নিয়েছেন পোড়খাওয়া নীতীশ? জেডিইউ প্রার্থীতালিকায় নিশান্তের নাম থাকে কি না সেটাই এখন দেখার।