হরিশ্চন্দ্রপুর: দীর্ঘদিন ধরে অত্যাচার করছিল সৎ মা। এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছিল ১০ বছরের লক্ষ্মী দাসকে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল লক্ষ্মী। গ্রামের লোকেরাই খাবার তুলে দিত ছোট্ট মেয়েটিকে। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারাই ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে ওই কিশোরীর অবস্থা দেখে থানা থেকে তাকে পাঠানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে। মালদার হরিশচন্দ্রপুরের কিসমত বড়োল গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে নির্যাতিতা কিশোরীর বাবার নাম প্রদীপ দাস। বছর কয়েক আগে প্রদীপ দাসের স্ত্রী মারা যাওয়ায় তিনি ফের বিয়ে করেন। অভিযোগ ছোট্ট মেয়েটির ওপর অমানুষিক অত্যাচার করত সৎমা। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, গ্রামবাসীদের একটা অভিযোগ পেয়ে নাবালিকা মেয়েটির খাওয়া-দাওয়া থেকে শুরু করে সব ব্যবস্থা করেছে পুলিশ। তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা সুমিত কুমার দাস বলেন, ‘বাচ্চা মেয়েটির ওপর খুব অত্যাচার চলছিল, আমরা বারবার বোঝালেও সুরাহা হয়নি। তারপরই আমরা থানার দ্বারস্থ হই’
আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে টিএমসিপির বিক্ষোভ