তপন বকসি, মুম্বই: আগের বছরেই শাহরুখ খান ঘোষণা করেছিলেন ২০২৩-এ তাঁর তিনটি ছবি মুক্তি পাবে। তিনটির মধ্যে প্রথম ছবি হিসেবে ‘পাঠান’ ইতিমধ্যে রিলিজ হয়ে গিয়েছে। বড় সাফল্য পেয়েছে এই ছবি। তাই এবছরে নিজের দ্বিতীয় ছবির মুক্তি নিয়ে শাহরুখ খুব সতর্ক এবং সাবধান হতে চাইছিলেন প্রথম থেকেই। শাহরুখের দ্বিতীয় ছবি ‘জওয়ান’-এর রিলিজ নিয়ে ইতিমধ্যেই পারদ চড়েছে। আগে থেকেই ঠিক হয়ে আছে এই ছবি রিলিজ হবে এ বছরের ২ জুন। কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল এই ছবির পোস্ট প্রোডাকশন, বিশেষ করে এর এডিটিংয়ের জন্য আরও সময় নিয়ে নিখুঁতভাবে কাজ শেষ করতে চান শাহরুখ খান। তার জন্য এই ছবির প্রযোজক হিসেবে তিনি মুক্তির তারিখ পিছিয়ে দিতেও রাজি ছিলেন। দু-একদিনের মধ্যেই শাহরুখ খানের এই চিন্তাকে আশ্বস্ত করে পরিচালক অ্যাটলি পূর্বনির্ধারিত ২ জুনেই ছবি রিলিজ করার সিদ্ধান্ত বহাল রাখেন। সেইমতো শাহরুখের ‘জওয়ান’ ছবির রিলিজের আগের প্রচার পর্ব শুরু হয়ে যাওয়ার কথা ছিল মে মাসের প্রথম সপ্তাহে। কিন্তু এই ছবির অন্যতম প্রযোজক হিসেবে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ’ থেকে এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করার চিহ্ন চোখে পড়েনি। এরপরই ফিল্ম ট্রেড জার্নালের পাতায় মুক্তি পেতে চলা আগামী হিন্দি ছবিগুলির তালিকায় দেখতে পাওয়া যায় শাহরুখের ‘জওয়ান’ মুক্তির দিন পিছিয়ে ২ জুন থেকে ২৯ জুন নির্ধারিত হয়েছে। শাহরুখের এই ছবিটি প্রথম প্যান ইন্ডিয়া ছবি হিসেবে গণ্য হচ্ছে। এই ছবিতে প্রথমবার দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি কাজ করেছেন শাহরুখের সঙ্গে।
শোনা যাচ্ছে, ২৯ জুন ‘ঈদ অল-আদা’-র মতো উৎসব থাকায় ওই সময়টিকেই ‘জওয়ান’ ছবির প্রযোজকরা উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়েছেন। পূর্বনির্ধারিত ২ জুনের পরিবর্তে শাহরুখের ‘জওয়ান’ যদি তার নতুন মুক্তির দিন ২৯ জুন রিলিজ করে, তাহলে তার জেরে অন্য দু একটি উল্লেখযোগ্য হিন্দি ছবির রিলিজেরও অদল বদল করতে হবে সেই ছবিগুলির প্রযোজকদের। সেক্ষেত্রে কৃতি স্যানন এবং প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটির রিলিজ ২ জুনের পরিবর্তে ১৬ জুন করতে হবে। আর তার ফলে অজয় দেবগনের নতুন ছবি ‘ময়দান’-কে ২৩ জুনের রিলিজের পরিবর্তে অন্য কোনও উপযুক্ত দিন দেখতে হবে। এছাড়া এবছরের বড়দিনে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখের তৃতীয় ছবির ‘ডাংকি’-ও নির্ধারিত দিনে রিলিজের জন্য অপেক্ষা করছে।