Thursday, June 1, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গচোখে ধুলো দেওয়ার দিন শেষ, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ‘কাঁঠাল’

চোখে ধুলো দেওয়ার দিন শেষ, অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ‘কাঁঠাল’

কুশমণ্ডি: পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এতদিন দিব্যি চলছি কারবার। কিন্তু কথায় আছে চোরের দশদিন তো গৃহস্থের একদিন। তেমনটাই ঘটল কুখ্যাত ছিনতাইবাজ রহিমুদ্দিন সরকারের ক্ষেত্রে। ছিনতাইয়ের জন্য বাড়ি থেকে প্রস্তুত হয়ে বেড়িয়েছিলেন রহিমুদ্দিন। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ রহিমুদ্দিন সরকার নামে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতের কাছে একটি হাতে তৈরি ওয়ান শাটার পাইপগান একটি তাজা কার্তুজ পাওয়া গেছে।

রহিমুদ্দিন এলাকায় কাঁঠাল নামে পরিচিত। কেন তার এহেন নাম তা অবশ্য জানা যায়নি। তবে দীর্ঘদিন ধরেই এই কাঁঠালই ছিল পুলিশের অন্যতম মাথাব্যাথার কারণ। শেষ পর্যন্ত সে পুলিশের জালে ধরা পড়ায় স্বস্তি পুলিশ মহলেও। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে দোলগ্রাম থেকে তাকে হাতেনাতে ধরা হয়। ধৃতকে আজ বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments