উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুবারে লক্ষ্মীলাভ।বেতন বৃদ্ধি হল রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের। বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিনে এই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে মমতা এও জানান তিনি নিজের বেতন বৃদ্ধি করবেন না।
এদিন মূলত, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এতদিন বিধায়কদের প্রতিমাসে ভাতা সহ বেতন ছিল ৮১ হাজার টাকা। তা বেড়ে হল ১ লাখ ২১ হাজার। পূর্ণ মন্ত্রীদের ভাতা সহ বেতন ছিল ১ লাখ ১০ হাজার টাকা, তা বেড়ে হল দেড় লাখ টাকা।অন্যদিকে রাষ্ট্রমন্ত্রীদের ভাতা সহ বেতন ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। নতুন নিয়ম অনুযায়ী তাঁরা পাবেন ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
এদিনের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।’’ বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য সমস্ত জনপ্রতিনিধিদের বেতন বৃদ্ধি নিয়ে বিধানসভায় এর আগেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সদ্য বিধানসভায় পাশ হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিল,২০১৭’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ অ্যান্ড অ্যালাওন্সেস বিল, ২০১৭’। তারপরই বৃহস্পতিবার বেতন বৃদ্ধি করেন মমতা।তবে নিজের বেতন কিন্তু বৃদ্ধি করেননি মুখ্যমন্ত্রী। মমতার রাজত্বে মন্ত্রী, বিধায়কদের বেতন এইনিয়ে দু’বার বাড়ল।
সামনেই পুজোর মরশুম। তাঁর আগে বেতন বৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের মন্ত্রী, বিধায়কেরা। তবে পরিসংখ্যান বলছে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী, বিধায়কদের বেতন, ভাতা অনেকটাই কম। দিল্লির মতো ছোট রাজ্যে বিধায়কেরা বেতন পান ২ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়াও ভ্রমণবাবদ বরাদ্দ বছরে বরাদ্দ ৩ লক্ষ টাকা। যোগীরাজ্যে বিধায়কেরা প্রতিমাসে পান ১ লক্ষ ৮৭ হা়জার টাকা। এবার আমাদের রাজ্যে এক ধাক্কায় ৪০ হাজার বাড়ায় অন্যান্য রাজ্যের সঙ্গে বৈষম্য অনেকটাই কমলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।তবে বেতন বৃদ্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডিএ আন্দোলনকারীরা।