Exclusive

Madhyamik Exam 2024 | নকলে বাধা দেওয়ায় স্কুল ভাঙচুর! চাঞ্চল্য এলাকাজুড়ে

সুভাষচন্দ্র বসু, বেলাকোবা: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) চলাকালীন বারোপাটিয়া পিআরএন হাইস্কুলে ভাঙচুরের ঘটনা ঘটল। সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর আগে শিক্ষকরা লক্ষ করেন পরপর চারটি ক্লাসঘরে (Classroom) জানলার পাল্লা ভাঙা রয়েছে। ফ্যানগুলির (Fan) ব্লেড বাঁকিয়ে ফেলা হয়েছে। নকলে বাধা পাওয়ায় বেলাকোবা হাইস্কুলের পরীক্ষার্থীরাই এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

বারোপাটিয়া পিআরএন হাইস্কুল পরিচালন কমিটির সভাপতি কৃষ্ণ দাস বলেন, ‘বেলাকোবা হাইস্কুলের পড়ুয়ারা এর আগেও জেলায় দু’বার এমন ঘটনা ঘটিয়েছে। এবারে আমাদের স্কুলে ঘটাল।’ পরীক্ষার দায়িত্বে থাকা পর্ষদের জলপাইগুড়ির আহ্বায়ক সুগত মুখোপাধ্যায় বললেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমি স্কুলে গিয়ে সব খতিয়ে দেখি। স্কুল কর্তৃপক্ষকে রিপোর্ট (Report) করতে বলা হয়েছে।’

এই কেন্দ্রটিতে বেলাকোবা হাইস্কুলের পাশাপাশি মান্তাদারির হাইস্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে। বারোপাটিয়া পিআরএন হাইস্কুলের প্রধান শিক্ষক সমীর সেন বলেন, ‘বেলাকোবা হাইস্কুলের পরীক্ষার্থীদের ভাঙচুরের ঘটনার বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’ মাধ্যমিক পরীক্ষায় বেলাকোবা সেন্টার ইনচার্জ (Center Incharge) তথা বেলাকোবা হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক (Teacher) কৌশিক ঘোষের বক্তব্য, ‘ওই কেন্দ্রে দুটি স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তবে কোন স্কুলের পরীক্ষার্থীরা ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করা যায়নি। সমস্ত পরীক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।’

বেলাকোবা হাইস্কুলের পরীক্ষার্থীদের বিরুদ্ধে ২০১৬ সালে মাধ্যমিকের ইংরেজি (English) পরীক্ষায় নকলে বাধা পেয়ে বেলাকোবার নগেন্দ্রনাথ উচ্চবিদ‍্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ২০১৭ সালে মাধ্যমিকের শেষ দিনে বেলাকোবা গার্লস হাইস্কুলে ভাঙচুরের ঘটনাতেও বেলাকোবা হাইস্কুলের পরীক্ষার্থীদের (Examinee) নাম জড়ায়। এরপর থেকেই মাধ্যমিকে বেলাকোবা হাইস্কুলের পরীক্ষার্থীদের সিট নিতে অনেক স্কুলই অনীহা প্রকাশ করা শুরু করে। এদিনের ঘটনার পর এই বেলাকোবা হাইস্কুলের বিরুদ্ধে অভিযোগ আরও বাড়ল।

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

হাতির হামলায় ভাঙল দোকান ঘর,ক্ষতি ফসলের সুভাষ বর্মন,ফালাকাটা,১৯ মে:হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার বালুরঘাট,বংশীধরপুর,রাইচেঙ্গা…

24 mins ago

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ…

26 mins ago

নতুন মডেল

  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন।…

1 hour ago

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

1 hour ago

সবার দায় আর নেওয়া নয়

  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে,…

2 hours ago

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায়…

2 hours ago

This website uses cookies.