নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলোচনা হল। কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হল না। সরকারিভাবে দল ঘোষণাও হল না চ্যাম্পিয়ন্স ট্রফির।স্যর ডন ব্র্যাডম্যানের দেশে বর্ডার-গাভাসকার ট্রফি হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। আর সেই সিরিজেই প্রমাণ হয়ে গিয়েছে, জসপ্রীত বুমরাহ ছাড়া ভারতীয় বোলিং আক্রমণ বিনা অক্সিজেনে এভারেস্টে ওঠার মতোই। সোজাকথায়, বুমরাহকে চাই। কিন্তু চাই বললেই কি আর পাওয়া যায়?
সিডনি টেস্টের তিন নম্বর দিনে পিঠের পেশির চোটের কারণে সাজঘরে বসে থাকতে হয়েছিল বুমরাহকে। মাঠে বল হাতে তাঁকে দেখা যায়নি। অস্ট্রেলিয়াও অনায়াসে সিডনি টেস্ট ও সিরিজ জিতে নিয়েছিল। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বুমরাহকে রাখতে মরিয়া জাতীয় নির্বাচক কমিটি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তাই এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন হওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে গেল। বিসিসিআইয়ের তরফে আইসিসি-র চেয়ারম্যান জয় শা’র কাছে দল ঘোষণার জন্য আরও সময় চাওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, চলতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বুমরাহর জন্য অপেক্ষা করতে চাইছে বিসিসিআই। তার মধ্যে বুমরাহর চোটের গুরুত্ব ও আগামীর সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আইসিসির তরফেও ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার ডেটলাইন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন হয়নি। জানুয়ারির ১৮-২০ তারিখের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সম্ভাবনা। যদিও জাতীয় নির্বাচক কমিটির এক প্রতিনিধি নাম না লেখার শর্তে উত্তরবঙ্গ সংবাদকে জানিয়েছেন, ‘দল প্রায় তৈরি। শুধু বুমরাহর ফিটনেসের জটিলতার কারণেই আটকে রয়েছে সবকিছু।’ সূত্রের খবর, এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দল ঘোষণার মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড নিয়েও অনেকটা সময় আলোচনা হয়েছে। যদিও দল ঘোষণা হয়নি।