জলপাইগুড়ি: জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল জলপাইগুড়ি ইআইআইএলএম কলকাতা-জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা। বুধবার তাঁদের জন্য প্রতিষ্ঠানের তরফে জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে হিউম্যান রিসোর্স (এইচআর) কনক্লেভ ২০২৫-এর আয়োজন করা হয়। সেখানে প্রায় ২৫টি কোম্পানির হিউম্যান রিসোর্স পার্সনদের সঙ্গে ইআইআইএলএম কলকাতা-জলপাইগুড়ি ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা মুখোমুখি আলোচনা করার সুযোগ পায়।
এবিষয়ে, সংস্থার চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর ডঃ রামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছাত্র-ছাত্রীদের কেরিয়ার, প্লেসমেন্টের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমার মনে হয় এইচআর কনক্লেভ বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের পথ সুগম করবে।’
প্রতিষ্ঠানের ক্যাম্পাস কো-অর্ডিনেটর ভাস্কর চক্রবর্তী বলেন ‘২০১৮ সালে ৯ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে শুরু করেছিলাম এই যাত্রা। আজ প্রায় ৫০০-র কাছাকাছি ছাত্র-ছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। উত্তরবঙ্গে ছেলেমেয়েরা ম্যানেজমেন্ট ফিল্ডে স্বমহিমায় যেভাবে কাজ করছে তা দেখলে আনন্দ হয়। আজ জলপাইগুড়ি শহর সংলগ্ন পান্ডাপাড়া কালীবাড়ির পোড়া পাড়ায় অবস্থিত এই ক্যাম্পাস সকলের ভরসার জায়গা হয়েছে এটাই প্রাপ্তি।’ এদিন কনক্লেভের মঞ্চ থেকে প্রায় ১৪ জন উদ্যোগীকে সম্মানিত করা হয়।