Breaking News

ক্লাসেই ঘুমোচ্ছিলেন শিক্ষিকা, ছবি তোলায় গণপিটুনি প্রধান শিক্ষককে

কিশনগঞ্জঃ ছাত্রদের না পড়িয়ে ক্লাসেই ঘুমিয়ে পড়েছিলেন শিক্ষিকা। বিষয়টি নজরে আসে প্রধান শিক্ষকের। তৎক্ষণাৎ তিনি ঘুমন্ত অবস্থায়  শিক্ষিকার ছবি মোবাইলে তুলে ফেলেন। এরপরই ঘটে তুলকালাম কাণ্ড। ছবি তোলার অপরাধে পরিবারের লোকদের ফোন করে ডেকে এনে স্কুলেই প্রধান শিক্ষককে বেদম পেটান শিক্ষিকা ও অন্যরা। গণপিটুনি খেয়ে গুরুতর জখম হন প্রধান শিক্ষক। এমনই চঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিহারের সুপৌল জেলার ছাতাপুর ব্লকের ঝকারগড় মক্তব মিডিল স্কুলে।

জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ ছাতাপুর ব্লকের মক্তব মিডিল স্কুলের প্রধানশিক্ষক মহম্মদ রইস আলম পর্যবেক্ষণ করছিলেন স্কুলকক্ষ। চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে গিয়ে তিনি দেখেন ক্লাস টিচার সাজদা খাতুন ছাত্রদের না পড়িয়ে চেয়ারে বসেই ঘুমাচ্ছেন। বিষয়টি দেখার পর ঘুমন্ত শিক্ষিকাকে ডাকাডাকি করলেও ঘুম ভাঙেনি। সেই সময়ই তিনি নিজের মোবাইল ফোনে শিক্ষিকার ছবি ক্যামেরাবন্দি করেন বলে অভিযোগ। এরপরই ঘুম ভেঙে যায় শিক্ষিকার। প্রধান শিক্ষককে ছবি তুলতে দেখে রেগে লাল হয়ে যান শিক্ষিকা সাজদা খাতুন। ছাত্রদের সামনেই প্রধান শিক্ষককে গালিগালাজ করেন তিনি। প্রধানশিক্ষকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন করে ডেকে আনেন পরিবারের লোকজনদের। শিক্ষিকার ফোন পেয়ে দলবল নিয়ে স্কুলে আসে পরিবারের লোকেরা। স্কুলেই প্রধান শিক্ষককে তাঁরা গণপিটুনি দেয় বলে অভিযোগ। কেড়ে নেওয়া হয় শিক্ষকের মোবাইল ফোনটি ও বাইকের চাবি। সহকর্মীরা কোনও ক্রমে মারমুখী যুবকদের হাত থেকে উদ্ধার করেন প্রধান শিক্ষককে। গুরুতর জখম অবস্থায় প্রধান শিক্ষক মহম্মদ রইস আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ছাতাপুর গ্রামীন হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

এদিকে ঘটনার পর প্রহৃত মাস্টারমশাই অভিযুক্ত শিক্ষিকা ও স্বজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাতাপুর থানায়। এই ঘটনার পর থেকেই আতঙ্কিত স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। নক্কারজনক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন জেলার শিক্ষক মহল। অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেপ্তারের দাবি উঠেছে। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শিক্ষিকা। অবশ্য ঘটনাটি নিয়ে কোনও মন্তব্য করেনি জেলা শিক্ষা দপ্তরের কর্তারা। তদন্ত শুরু করেছে ছাতাপুর থানার পুলিশ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

NH-10 | প্রবল বর্ষণে লিকুভিরে ধস, ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে…

59 mins ago

Copa America 2024 | মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল আর্জেন্টিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকায় চিলিকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার ৪-৪-২ ছকে…

2 hours ago

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা…

12 hours ago

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী…

12 hours ago

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে…

13 hours ago

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দাদার

দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে…

14 hours ago

This website uses cookies.