Friday, December 6, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারAlipurduar | স্টেশনের কান্ডারিকে মনে রাখার ‘ভাবনা’

Alipurduar | স্টেশনের কান্ডারিকে মনে রাখার ‘ভাবনা’

আলিপুরদুয়ার: নিউ আলিপুরদুয়ার স্টেশন। এই স্টেশনকে ঘিরে গড়ে উঠেছে জনবসতি। প্রায় ৬০ বছর আগেও এই এলাকা এমন ছিল না। কিন্তু যাঁর জন্য এলাকার উন্নয়ন হল, তাঁকে চেনেই না নয়া প্রজন্ম। তিনি হলেন বঙ্কিমচন্দ্র গঙ্গোপাধ্যায়। তাঁর জন্যই গড়ে ওঠে এই স্টেশন এবং তাঁকে ঘিরে জনবসতিও একইভাবে বাড়তে থাকে। তিনি ছিলেন রেলের চিফ ইঞ্জিনিয়ার এবং তাঁর কথাতেই নিউ আলিপুরদুয়ার ভায়া হয়ে বারবিশা হয়ে অসমের দিকে বর্তমান রেললাইনটি পাতার কাজ শুরু হয়। এমনটাই জানিয়েছেন আলিপুরদুয়ারের প্রবীণরা। বঙ্কিমচন্দ্রবাবুর নামে এই এলাকার নামকরণ হোক, চাইছেন সবাই।

আলিপুরদুয়ার প্রবীণ নাগরিক মঞ্চের তরফে লোহারপুল এলাকা থেকে রাধামাধব মন্দির পর্যন্ত রাস্তাটিকে বঙ্কিমচন্দ্রবাবুর নামে রাখার দাবি তোলা হয়। এই দাবি নিয়ে পুরসভার চেয়ারম্যানের কাছে একটি দাবিপত্র পেশ করতে চলেছেন প্রবীণ নাগরিক মঞ্চের সম্পাদক ল্যারি বসু। তিনি বলেন, ‘বঙ্কিমচন্দ্রবাবু আমাদের কাছে বিসি গাঙ্গুলি নামেই পরিচিত। তিনি শহরের বাসিন্দাই ছিলেন। আলিপুরদুয়ার হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করে চলে যান দিনহাটায়। পরবর্তীতে তিনি রেলের চিফ ইঞ্জিনিয়ার হিসাবে আলিপুরদুয়ারে যোগ দেন।’ তাঁর সংযোজন, ‘গুয়াহাটি থেকে সোজা কোচবিহারের দিকে রেললাইন তৈরির কাজটি চলে যাচ্ছিল। কিন্তু বঙ্কিমচন্দ্রবাবুর জন্য নিউ আলিপুরদুয়ার ভায়া হয়ে বারবিশা হয়ে অসমের দিকে বর্তমান রেললাইনটি পাতার কাজ শুরু হয়। নাম দেওয়া হয় নিউ আলিপুরদুয়ার স্টেশন। স্টেশনটি হয়ে গেলে তিনি চলে যান দিল্লিতে। তাঁর এই অবদানের জন্যই আজ আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশন পেয়েছি।’

শহরের বিশিষ্ট নাগরিক সুব্রত গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘বিসি গাঙ্গুলিকে আমি কাকু বলে ডাকতাম। রেল বোর্ডের এক সদস্য ছিলেন তিনি। তাঁর জন্যেই নিউ আলিপুরদুয়ার হয়ে অসম পর্যন্ত যাওয়ার রেললাইনটি তৈরি হয়। এই কাজের জন্য আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।’

এই বিষয়টি নিয়ে নয়া প্রজন্ম কিছু না জানলেও, প্রবীণদের কাছে বড্ড আবেগের। বিশিষ্ট নাগরিক পরিমল দে বলেন, ‘বঙ্কিমচন্দ্র গঙ্গোপাধ্যায়ের নামে এলাকার নামকরণের দাবি সমর্থন করি। পুরসভাকে প্রস্তাব দেওয়ার বিষয়টি সমর্থন করি।’

শহরের বিশিষ্ট বর্ষীয়ান আইনজীবী জহর মজুমদারের বক্তব্য, ‘ছোটবেলায় তাঁকে দেখেছি। তিনি বাবার সহপাঠী ছিলেন। শেষ দেখা হয়েছিল যখন আমি আইন পড়তে কলকাতায় গিয়েছিলাম। ঢাকুরিয়ায় ফ্ল্যাটে দেখা হয় তাঁর সঙ্গে। তিনি না থাকলে বর্তমানে নিউ আলিপুরদুয়ার স্টেশনও থাকত না। অসম যাওয়াও হয়ে উঠত না। তাঁর এই কাজের জন্য কৃতজ্ঞ আলিপুরদুয়ারবাসী এবং তাঁর নামে রাস্তার নামকরণ হোক।’ বঙ্কিমচন্দ্র গঙ্গোপাধ্যায় সম্পর্কে আলোচনা, তাঁর মূর্তি স্থাপন, রাস্তার নামকরণ করলে বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে জানতে পারবে বলে জানান তাঁরা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kalighater Kaku | নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন ‘কালীঘাটের কাকু’র, তবে এখনই জেলমুক্তি নয়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku)। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি শুভ্রা...

Bangladesh | পশ্চিমবঙ্গের সীমান্তে মোতায়েন বাংলাদেশের ড্রোন! নজরদারি বাড়ল সেনাবাহিনীর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  পশ্চিমবঙ্গের সীমান্তে তুরস্কে তৈরি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবর পেতেই ভারতের তরফে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে...

Kolkata | রাজ্য বিজেপি সংগঠনের ধাঁচা না থাকাতেই সদস্যতা অভিযানে ধাক্কা

0
অরূপ দত্ত,কলকাতা : রাজ্যে দলের ধাঁচা ঠিকঠাক না থাকার জন্যই বিজেপির সদস্য সংগ্রহে ভাটার টান। রাজ্যের সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কেন্দ্রীয়স্তরের নেতাদের এটাই সর্বশেষ...

Farmers protest march | আবার দিল্লিমুখী পঞ্জাব-হরিয়ানার কৃষকেরা! সংসদের পথে পায়ে হাঁটা মিছিল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাব এবং হরিয়ানার কৃষকেরা শুক্রবার ‘সংসদ ভবন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। জানা গিয়েছে, অরাজনৈতিক কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা-র ডাকে...

Harishchandrapur | আবাস তালিকায় নাম নেই! ক্ষোভে পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধরের অভিযোগ  

0
হরিশ্চন্দ্রপুরঃ নাম কাটা গিয়েছে আবাস যোজনার তালিকা থেকে। এই কথা জানতে পেরেই পঞ্চায়েত অফিসে ঢুকে সিপিএম-এর পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বিরোধী দলনেত্রীর স্বামীকে ব্যাপক...

Most Popular