চালসা: লবণের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে বাড়িতে দুঃসাহসিক চুরি (Theft Case)। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার সংলগ্ন এলাকায় (Batabari)। চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, চুরির ঘটনাটি ঘটেছে ওই এলাকার বাসিন্দা সুখনন্দন নায়েকের বাড়িতে। সোমবার রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে লবণের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয়। পরে ওই লবণ দিয়েই রাতে রান্না করে খায় বাড়ির লোকজন। সেই খাবার খেয়ে গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়েন সকলেই। আর এই সুযোগেই দুষ্কৃতীরা জানালার লোহার রড ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর নগদ টাকা, মোবাইল সহ আলমারি ভেঙে সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিন ভোরে বাড়ির লোকজন চুরির বিষয়টি বুঝতে পারেন। খবর চাউর হতেই ওই বাড়িতে বহু মানুষ ভিড় জমান। বাড়ির মালিক সুকনন্দন নায়েক জানান, সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার চুরি হয়েছে। খবর পেয়েই মঙ্গলবার সকালে ওই বাড়িতে যায় মেটেলি থানার পুলিশ। সেখানে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।