হরিশ্চন্দ্রপুরঃ নাম কাটা গিয়েছে আবাস যোজনার তালিকা থেকে। এই কথা জানতে পেরেই পঞ্চায়েত অফিসে ঢুকে সিপিএম-এর পঞ্চায়েত প্রধানের স্বামী এবং বিরোধী দলনেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা এলাকায়। যদিও এই ঘটনায় দুই পক্ষ থেকেই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের স্বামী দিলরোজের কাছে যান নয়া টোলার বাসিন্দা মেরাজ উদ্দিন, তালিম এবং সালিম। সেখানে গিয়ে তাঁরা জানতে চান মেরাজুদ্দিনের ভাইসহ একাধিক ব্যক্তির নাম আবাসের তালিকা থেকে কেন কাটা হয়েছে। এরপরই তারা প্রধানের স্বামী এবং সেখানে উপস্থিত পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী মহুয়া খাতুনের স্বামী আব্বাস আলীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ সে সময় ওই দুজনকে বেধড়ক মারধর করে তালিম এবং তার সহযোগিরা। যদিও তালিমদের পালটা অভিযোগ তাঁরা মারধর করেনি উলটে প্রধানের স্বামী এবং আব্বাস আলী, এই দুজনেই তাঁদেরকে আক্রমণ করেছে। এরপর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দুই পক্ষের গণ্ডগোল থামিয়ে আহতদের হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।