রাজ্য

রাজ্যে আইনের শাসন নেই, কালজানির নির্যাতিতা কিশোরীকে দেখতে এসে বললেন রাহুল

কোচবিহার: রাজ্যে আইনের শাসন নেই। তাই এধরনের ঘটনা ঘটছে। কালজানির নির্যাতিতা কিশোরীকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে এসে এমনটাই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। মঙ্গলবার দুপুরে মেডিকেলে কিশোরীর সঙ্গে দেখা করার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা।

প্রসঙ্গত, কোচবিহার-২ ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কালজানি এলাকায় এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনায় মূল অভিযুক্ত সহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী অন্যদিনের মতো স্কুলে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পুলিশ সূত্রে জানা যায়, মূল অভিযুক্ত প্রেমের ফাঁদে ফেলে ওই কিশোরীকে অপহরণ করে মাথাভাঙ্গায় নিয়ে যায়। সেখানে যৌন নির্যাতনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কিশোরী। বুধবার তাকে প্রথমে মাথাভাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে কিশোরীকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরিবারের লোকজন খবর পেয়ে বৃহস্পতিবার নির্যাতিতাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান।

বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের তরফে পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেদিন রাতেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়। এদিন কিশোরীকে দেখতে যান রাহুল সিনহা। পরে কোচবিহারের চকচকা এলাকায় এক বেসরকারি হাসপাতালে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করেন তিনি।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম আলিপুরদুয়ারের অভীক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল। সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে…

8 mins ago

Shovan Ganguly | সোহিনীর সঙ্গে আদুরে ছবি পোস্ট, সম্পর্কে স্বীকৃতি দিলেন শোভন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডে গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়(Shovan Ganguly) ও অভিনেত্রী…

20 mins ago

Fatehpur Sikri | হিন্দুত্বের হাওয়ায় মলিনতর ফতেপুর সিক্রি

রূপায়ণ ভট্টাচার্য, ফতেপুর সিক্রি: চোখমুখ, মাথা ঝলসে যাচ্ছে চারদিকের রোদে। ফতেপুর সিক্রির (Fatehpur Sikri) ঐতিহাসিক…

25 mins ago

নিজের সাহিত্যের কঠিন পরীক্ষক রবীন্দ্রনাথ

অমিত্রসূদন ভট্টাচার্য রবীন্দ্রনাথ যে বঙ্কিমচন্দ্রকে রবীন্দ্র-রচনার পাঠকরূপে পেয়েছিলেন সে কথা রবীন্দ্রনাথ পরবর্তীকালে কখনও বিস্মৃত হননি।…

31 mins ago

নিউজ

41 mins ago

Knife Attack | চিনের হাসপাতালে ছুরি হামলায় মৃত ২, আহত ২০-রও বেশি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিনের হাসপাতালে ছুরি হামলায় মৃত্যু হল ২ জনের। ঘটনায় ২০ জনেরও…

41 mins ago

This website uses cookies.