মাথাভাঙ্গাঃ রবিবার ছিল বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের বিশেষ দিন। আর এদিনই মাথাভাঙ্গায় পদ্মশ্রী গীতা রায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে। বিজেপির রাজ্য কমিটির সদস্য অমিতাভ মৈত্র এদিন সন্ধ্যায় মাথাভাঙ্গা শহরের ১০ নম্বর ওয়ার্ডে পদ্মশ্রী গীতা রায়ের বাড়িতে গিয়ে তাঁকে অনলাইনে সদস্যপদ প্রদান করেন। অমিতাভ মৈত্র জানান, চলতি বছর ২৭ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসার দিন থেকেই রাজ্যে ১ কোটি সদস্য নথিভূক্ত করার লক্ষ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়ে পদ্মশ্রী গীতা রায় বলেন, “এতদিন বিজেপির প্রতি আমার মনের টান ছিল আর আজ প্রত্যক্ষভাবে বিজেপির সঙ্গে যুক্ত হলাম।” তিনি আরও বলেন, “এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুর্নীতি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আরও বেশি বেশি করে যদি দলের কাজে নিজেকে নিয়োজিত করতে পারি তাহলে গর্ববোধ করব।”