উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাম না করে ফের রাজ্যের বিরোধী দলনেতাকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুকে (Shuvendu Ahikari) উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্ম নিয়ে বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! আমরা সব ধর্মকে সম্মান করি।’
গতকাল বিধানসভা (Bidhan Sabha) থেকে আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। সাসপেন্ড হতেই বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দলনেতা বলেছিলেন, ‘রাজ্য সরকার হিন্দু বিরোধী। হিন্দুদের হয়ে কথা বলতে গিয়েই আমাদের সাসপেন্ড হতে হল।’ এই মন্তব্যের পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, ‘আপনারা আবার বড় বড় কথা বলেন কী করে! একটা ধর্মকে বিক্রি করে তো খাচ্ছেন! মনে রাখবেন, আমরা সব ধর্মকে সম্মান করি। আমি ব্রাক্ষ্মণ পরিবারের মেয়ে। ধর্ম বেচে খাই না।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘বাইরে আপনারা কী বলেছেন আমি দেখেছি। আপনারা বললেন, হিন্দু ধর্ম নিয়ে কথা বলছিলেন বলে সাসপেন্ড! আপনি কবে থেকে হিন্দু ধর্মের নেতা হলেন? হিন্দু ধর্ম এত ছোট? যারা ‘শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা’ বলেছেন সেই হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম আলাদা? রাজ্যে হিন্দু ধর্মের জন্য কী কী করেছেন। স্বামীজির বাড়ি দখল হয়ে যাচ্ছিল। নিবেদিতার বাড়ি দখল রুখেছি। এগুলো কোন ধর্মের? উত্তর আছে বন্ধুরা? তারাপিঠের মন্দিরের গেট কারা করেছিল? আমরা। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক আমরা করেছি। কঙ্কালীতলা সতীপীঠ আমরা সাজিয়ে দিয়েছি, মদনমোহন মন্দির করেছি। কালীঘাটে স্কাই ওয়াক আমরা করছি।’