Must-Read News

Odlabari | কী কাণ্ড! কুয়োর জলে তেলের পুরু আস্তরন, কীভাবে?

অনুপ সাহা, ওদলাবাড়ি: ওদলাবাড়ির(Odlabari) বিধানপল্লিতে বেশ কয়েকটি বাড়ির কুয়োর জলে তেল ভাসার খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল সংশ্লিষ্ট তেল কোম্পানি(Oil Company)। ইতিমধ্যে কুয়োর জল পরীক্ষার পর ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ নিয়ে নিশ্চিত হয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। তারপর থেকে সমস্যা সমাধানে উদ্যোগ নিতে শুরু করেছে কোম্পানি।

অসমের ডিগবয় থেকে বারাউনি পর্যন্ত মাটির নীচ দিয়ে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার পথে ওদলাবাড়ির বিধানপল্লিতে একটি রিপিটার স্টেশন রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেডের। সমস্যা ওই রিপিটার স্টেশনের আশপাশের কয়েকটি বাড়িতেই দেখা গিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর তরফে অরিজিৎ চট্টোপাধ্যায়, শুভজিৎ ঘোষ, আনন্দ গুপ্ত প্রমুখের বক্তব্য, সম্ভবত মাটির নীচে পাইপলাইনে কোথাও লিক হয়েছে। যে কারণে অপরিশোধিত তেল মাটির নীচ দিয়ে এসে কুয়োর জলে মিশে যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই সমস্যা চলছে। অনেকেই একপ্রকার বাধ্য হয়ে নতুন করে বোরিং করে জল তুলে ব্যবহার করছেন। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। নতুন বোরিংয়ের জলেও ইদানীং তেলের গন্ধ পাওয়া যাচ্ছে বলে নির্মলকান্তি ঘোষ নামে এক বাসিন্দা জানিয়েছেন।

সংশ্লিষ্ট তেল কোম্পানিকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছিল নানা মহল থেকে। অয়েল ইন্ডিয়া লিমিটেডের গুয়াহাটি অফিসের অপারেশনস ম্যানেজার লক্ষজিৎ সাইকিয়া কুয়োর জল পরীক্ষার পর কী ধরনের তেল বেরিয়ে আসছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইমতো গত কয়েকদিন ধরে কুয়োর জল পরীক্ষা এবং বিশেষজ্ঞ দলের পরিদর্শনের পর এদিন পাম্পের সাহায্যে কুয়োর জল তেল কোম্পানির ট্যাংকারে তুলে নেওয়া হয়েছে। মাটির নীচে তেলের প্রবাহের উৎসের খোঁজ শুরু করেছে তারা।

অয়েল ইন্ডিয়া লিমিটেডের উত্তরবঙ্গের হেডকোয়ার্টার সোনাপুরের অফিস ইনচার্জ কুণাল গুরুং বলেন, ‘বিষয়টি সময়সাপেক্ষ। আমরা সমস্তরকম সাবধানতা অবলম্বন করে পাইপলাইন থেকে তেল বেরিয়ে আসার উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। এর মাঝে এলাকার বাসিন্দাদের যাতে জল নিয়ে কোনও সমস্যায় পড়তে না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।’ ভুক্তভোগী পরিবারগুলোর তরফে অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘অবশেষে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে তেল কোম্পানি। উত্তরবঙ্গ সংবাদের ভূমিকা এক্ষেত্রে অনস্বীকার্য।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rohit Sharma | চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক রোহিতই! ইঙ্গিত বোর্ড সচিব জয় শা’র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক রোহিতই। এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের…

15 mins ago

Assam | পোশাক নিয়ে আপত্তি, ক্লাসের মধ্যেই শিক্ষককে ছুরি দিয়ে কোপ ছাত্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুল ইউনিফর্মের বদলে অন্য পোশাক পরে এসেছিল ছাত্র। তাতেই আপত্তি জানিয়েছিলেন…

18 mins ago

Rath Yatra 2024 | শিলিগুড়িতে ইসকনের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

শিলিগুড়ি: শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রার (Rath Yatra 2024) সঙ্গে সঙ্গে রাজ্য তথা দেশ ও বিশ্বের অন্যত্রও…

19 mins ago

Nursing Student Death | নার্সিং পড়তে গিয়েছিলেন বেঙ্গালুরু, হস্টেলে উদ্ধার বাংলার তরুণীর ঝুলন্ত দেহ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর (Bengaluru) হস্টেল থেকে উদ্ধার বাংলার এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ…

35 mins ago

Jon Landau | ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই, প্রয়াত টাইটানিক খ্যাত প্রযোজক জন ল্যান্ডাউ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হলিউডে (Hollywood) ফের দুঃসংবাদ। প্রয়াত টাইটানিক খ্যাত প্রযোজক (Producer) জন ল্যান্ডাউ…

39 mins ago

Copa America | হাতছাড়া কোপা আমেরিকা, টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা থেকে বিদায়…

43 mins ago

This website uses cookies.