Top News

Dinhata | দিনহাটায় পোষা বিড়ালের মড়ক, চিন্তায় শহরবাসী

দিনহাটা: এ ঘর থেকে ও ঘর ছোটাছুটি করে রোজই বাড়ি মাথায় করে রাখে টিংগু ও তার ছানারা। তবে রবিবার থেকে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে টিংগু। চলছে স্যালাইন। আর তার চঞ্চল ছানারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। দিনহাটা শহরের বাসিন্দা সুবীরকুমার দাসের বাড়ির ঘটনা। তবে শুধু সুবীরের বাড়ির চিত্র নয় এটা, গোটা দিনহাটা মহকুমার অধিকাংশ বাড়ির পোষা বিড়ালের অবস্থাটা এরকমই। প্রাণী চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাসঘটিত রোগে বিড়াল মারা যাচ্ছে। ভাইরাসটির বৈজ্ঞানিক নাম ‘ফেলাইন প্যানলিউকোমিয়া’। এই রোগ হলে মূলত বিড়ালের শরীরের তাপমাত্রা একেবারে কমে যায়। তার সঙ্গে বমি, পাতলা পায়খানা শুরু হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নেমে যায়। ডিহাইড্রেশন ও খাবারে অরুচির মতো সমস্যা দেখা দেয়। এই ভাইরাস থেকে বাঁচাতে হলে পোষা বিড়ালকে দ্রুত টিকা দেওয়া দরকার। আর তা না হলে বিড়ালের মৃত্যু অবধারিত। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে দিনহাটায় অন্তত ২০-২৫টি বিড়ালের মৃত্যু হয়েছে।

দিনহাটা প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ইউসুফ আহমেদ বলেন, ‘মূলত বিড়ালছানার এই রোগ হচ্ছে। পোষা বিড়ালকে টিকা যারা দেননি তাঁদের বিড়ালছানা এই রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগ হলে বিড়াল নিস্তেজ হয়ে পড়ে। পাতলা পায়খানা, বমির সঙ্গে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যায়। ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।’

তিনি জানান, প্রতিদিনই বিড়াল চিকিৎসার জন্য আনা হচ্ছে। হাসপাতালে চিকিৎসায় অনেক বিড়াল ইতিমধ্যে সেরেও উঠেছে। তাই যাঁরা বাড়িতে বিড়াল পোষেন তাঁদের সতর্ক হতে হবে।দিনহাটা শহরের বাসিন্দা সুবীর দাস বলেন, ‘তাঁদের বাড়িতে টিংগু নামে একটি বিড়াল আছে এবং তার চারটি ছানা ছিল। হঠাৎই চারটি ছানার বমি, পাতলা পায়খানা, খাবারে অরুচির মতো সমস্যা দেখা দেয়।চিকিৎসক দেখানোর পর ওষুধ খাওয়ানো শুরু হয়। কিন্তু ছানাগুলি বাঁচানো যায়নি। টিংগু এখন বাড়িতে চিকিৎসাধীন। তার স্যালাইন ও অন্যান্য চিকিৎসা চলছে।’ ঝুড়িপাড়ার বাসিন্দা বলরাম সাহার দুটি বিড়াল এই রোগে মারা গিয়েছে। তবে ভাইরাসঘটিত রোগ হলেও এই রোগ মানুষের মধ্যে ছড়ায় না বলে ডাঃ ইউসুফ আহমেদ জানিয়েছেন।

প্রবীণ চিকিৎসক বিদ্যুৎকমল সাহা বলেন, ‘এখনও পর্যন্ত মানুষের শরীরে এই রোগ ছড়ানোর কথা শোনা যায়নি।তবে পোষা বিড়াল থেকে নানা রোগ ছড়াতে পারে। বাড়ির খুদে সদস্যদের বিড়ালের কাছ থেকে দূরে সরিয়ে রাখাই ভালো।বিড়াল ধরার পর বড়দেরও ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে।’

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Chhattisgarh | নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কা, নিহত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কা। ঘটনায় মৃত্যু হল ৩ তরুণের।…

2 mins ago

উদাসীনতায় ধুঁকছে কোচবিহারের জাদুঘর

গৌরহরি দাস, কোচবিহার: ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছিল শনিবার। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির…

4 mins ago

Smuggling | নেপালে পাচারের পরিকল্পনা! নজর এড়ায়নি পুলিশের, উদ্ধার বিপুল সংখ্যক কাফ সিরাপ, নেশার ট্যাবলেট

কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার সামগ্রী। রবিবার…

7 mins ago

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে…

18 mins ago

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল…

24 mins ago

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।…

43 mins ago

This website uses cookies.