উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গায়ক জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার তিনি দাবি করেছেন, গায়ক জুবিন গর্গের মৃত্যু কোনও দুর্ঘটনা নয়, বরং ‘খুন’। তিনি বলেন, ‘আমি আজ আর এটাকে ‘দুর্ঘটনা’ বলে মানব না। জুবিনের হত্যার চার্জশিট ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছি।’
৫২ বছর বয়সি এই জনপ্রিয় শিল্পী ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান, যেখানে তিনি নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে অংশ নিতে গিয়েছিলেন। ওইদিনই ইয়টে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এবং পরে হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অসম (Guwahati)পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) ইতিমধ্যে একটি খুন, অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন গর্গের ম্যানেজার, উৎসব আয়োজক ও এক আত্মীয়। যদিও সিঙ্গাপুর পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ‘অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি’ এবং তাদের তদন্ত এখনও চলেছে।
Guwahati | ‘এটা দুর্ঘটনা নয়, খুন’, হিমন্তর মন্তব্যে তোলপাড়
শেষ আপডেট:
Categories
জাতীয়
