Thursday, January 23, 2025
HomeMust-Read NewsElephant Attack | নাগরাকাটাজুড়ে তিন দলছুট দাঁতালের তাণ্ডব অব্যাহত, বাগে আনতে নাজেহাল...

Elephant Attack | নাগরাকাটাজুড়ে তিন দলছুট দাঁতালের তাণ্ডব অব্যাহত, বাগে আনতে নাজেহাল বনকর্মীরা

নাগরাকাটা: তিন দলছুট দাঁতালের তাণ্ডবের (Elephant Attack) জেরে আতঙ্ক নাগরাকাটার (Nagrakata) বিস্তীর্ণ এলাকায়। এদের মধ্যে সবচেয়ে বেপরোয়া হল ‘বায়া গণেশ’। ‘বেলচা’ নামে আরেকটি দাঁতালও কম যাচ্ছে না। এদের সঙ্গে দোসর হিসেবে যুক্ত হয়েছে তৃতীয় দাঁতাল। বায়া গণেশের হামলায় ফের দুটি বাড়ি চুরমার হয়ে গিয়েছে। এবারের ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে নাগরাকাটার চ্যাংমারি চা বাগান সীমান্তের লালঝামেলা বস্তিতে (Lal Jhamela Basti)। সব মিলিয়ে এই তিন দাঁতালকে বাগে আনতে নাজেহাল দশা বনকর্মীদের।

বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম দিকের দাঁত থাকা বায়া গণেশের টার্গেটই মূলত ঘরবাড়ি। ধান, আটা সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর খোঁজেই সেটি বাড়িতে হামলা চালায়। লালঝামেলা বস্তির ক্ষতিগ্রস্ত এক বাসিন্দা বলেন, ‘দাঁতালটি এক ধাক্কায় টিনের শেডের দেওয়াল ভেঙে ঘরে থাকা চাল, আটার ব্যাগ নিয়ে নেয়। আমরা কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচি।’ অন্যদিকে বেলচা নামের হাতিটি এখন ডেরা বেঁধেছে সুলকাপাড়ার জঙ্গলে। সেটিও নানা জায়াগায় হামলা চালাচ্ছে। অন্য আরেকটি দলছুট দাঁতাল ঘুরে বেড়াচ্ছে রেড ব্যাংক চা বাগান লাগোয়া স্থানে। ওই ৩ দলছুট ছাড়াও বর্তমানে ডায়নার জঙ্গলে আরও কয়েকটি হাতি রয়েছে। তবে সেগুলি একসাথে জোট বেঁধে থাকে। লোকালয়ে গেলেও সেগুলির লক্ষ্য মূলত ফসলের খেত।

বন দপ্তরের ডায়নার রেঞ্জ অফিসার অশেষ পাল বলেন, ‘রাতভর বনকর্মীরা ডিউটি চালিয়ে যাচ্ছেন। একাধিক স্থানে হাতি বের হচ্ছে।’ লুকসান গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালি বিশ্বাস বলেন, ‘লালঝামেলা বস্তিতে ভেঙে ফেলা বাড়ি দুটির দশা খুবই বেহাল। খবর পেয়ে এদিন দুটি পরিবারকেই পঞ্চায়েতের পক্ষ থেকে জরুরিকালীন ত্রাণ হিসেবে ত্রিপল, কম্বল, চাল দেওয়া হয়েছে। বন দপ্তরকেও বলা হয়েছে ওঁদের ক্ষতিপূরণের বিষয়টি দেখার জন্য।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Los Angeles | নতুন করে দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলেস! ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলের গ্রাসে পুড়ে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) বহু বাড়িঘর। সেই রেশ এখনও কাটেনি। এবার ফের নতুন করে...

S Jaishankar | ‘ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন’, মার্কিন সফর নিয়ে বললেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ওয়াশিংটন সফর...

NJP Station | প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে

0
শিলিগুড়ি: সামনেই ২৬ জানুয়ারি। নাশকতা রুখতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাড়ছে নিরাপত্তা। আর এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলের পদস্ত কর্তাদের নিয়ে...

Siliguri Hospital | শিলিগুড়ি হাসপাতালের স্যালাইনে মিলল ছত্রাক! ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তর

0
শিলিগুড়িঃ মেদিনীপুরের পর এবার শিলিগুড়ি। সংস্থা বদলে ফেলা হলেও রাজ্যে সরকারি চিকিৎসায় ব্যবহৃত স্যালাইনের মান নিয়ে বিতর্ক যেন থামছে না। প্রসূতি মৃত্যুর ঘটনায় নিম্নমানের...

Ind-Eng T20 | ইডেনে বিধ্বংসী ইনিংস অভিষেকের, ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি২০ তে যাত্রা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৭ ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ইডেন...

Most Popular