উত্তরঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু সন্দীপ ঘোষ নয়, নিঃশব্দে আরও ৩ জনকে জালে তুলল সিবিআই। দুর্নীতির অভিযোগে সন্দীপের সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি ছাড়াও সুমন হাজরা ও বিপ্লব সিংহ। এরা দু’জনেই হাসপাতালের ভেন্ডর বলে জানা গেছে। বিভিন্ন সামগ্রী সরবরাহের সূত্রে এদের নাম এসেছে।
উল্লেখ্য সোমবার সিজিও কমপ্লেক্সে জেরার পর সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারীদের অফিসে। তারপরই তার গ্রেপ্তারির খবর জানা যায়। তার আরও পরে আরও ৩ জনের গ্রেপ্তারির খবর প্রকাশ্যে এসেছে।