মালদা: থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মালদা থেকে দিল্লির ইন্ডিয়া গেট পর্যন্ত ১৪০০ কিমি পদযাত্রা শুরু করলেন তিন যুবক। বৃহস্পতিবার তিন যুবক মালদা ব্লাড ব্যাংক থেকে পদযাত্রা শুরু করেন। টানা ৪৫ দিন বাংলা, বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির বিভিন্ন জেলা ও গ্রামে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ ও রক্তদান সচেতনতা নিয়ে প্রচার চালাবেন। এই তিন যুবকের নাম আলমগীর খান(২৬) বাড়ি কালিয়াচকের থানাপাড়া এলাকায়, তিনি হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মাস্টার্স করছেন ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে, নাইফ হাসান(২৪) বাড়ি ইংলিশবাজারের যদুপুরে এবং হিমাংশু শীল(২৫), বাড়ি রায়গঞ্জে, তিনি উচ্চমাধ্যমিক পাশ করে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত।
মালদা জেলার রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল সাহা জানান, রক্তদানে সারা পশ্চিম বাংলাতে পথ দেখাচ্ছে মালদা জেলা। মালদা জেলায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। আশা করি এই তিন যুবকের সাহস ও শক্তি রক্তদান আন্দোলনকে একটা অন্য মাত্রা দেবে। আশা করি এই তিন যুবক নিজেদের লক্ষ্যে অবিচল থেকে নিজেদের যাত্রা সফল করবেন।
আরও পড়ুন : ২৬ বছর ফেরার থাকার পর গ্রেপ্তার আসামি