মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Agniveer | দেশরক্ষার শপথ বাগানের তিন তরুণের

শেষ আপডেট:

সুশান্ত ঘোষ, মালবাজার: ডুয়ার্সের চা বাগান এবং অরণ্যের কোলে বেড়ে উঠেছিলেন তিন তরুণ। সামাজিক-অর্থনৈতিক প্রতিকূলতা কাটিয়ে তাঁরা আজ অগ্নিবীর (Agniveer)। তাঁরা গুরজংঝোরা চা বাগানের রাহুল লোহার, রাঙ্গামাটির করণ ওরাওঁ এবং নিউ খুনিয়ার মহাবাড়ির অনিমেষ ছেত্রী। স্কুল-কলেজের পড়াশোনার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ইচ্ছা ছিল প্রত্যেকেরই। কিন্তু হতদরিদ্র পরিবার থেকে উঠে আসার কারণে কোচিং সেন্টারে ভর্তি হওয়ার মতো সামর্থ্য ছিল না ২০ বছর বয়সি তিন তরুণেরই।

সেইসময় তাঁদের পাশে এসে দাঁড়ায় মাল শহরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত দেড় বছর ধরে তিন তরুণ সেখানেই প্রস্তুতি নিচ্ছিলেন। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, তারপর এপ্রিলে ফলপ্রকাশ। রাহুল এবং করণ ২১ এপ্রিল দানাপুরে জেনারেল ডিউটির ট্রেনিং নিতে যাবেন। অন্যদিকে, অনিমেষ সেদিন বেঙ্গালুরুতে গোর্খা রাইফেলসের প্রশিক্ষণে যোগ দেবেন।

অনিমেষ মহাবাড়ি থেকে মাল শহরে মাঝেমধ্যেই দৌড়ে চলে আসতেন। তাঁর এই অদ্ভুত ক্ষমতা দেখে শিক্ষক থেকে সহপাঠীরা সকলেই অবাক হয়ে যেতেন।

অনিমেষের কথায়, ‘কঠোর পরিশ্রমই জয়ের আসল মন্ত্র। ছোটবেলা থেকে অনেক কষ্ট দেখেছি। কিন্তু পরিবারের জন্য, বাবা-মায়ের জন্য কিছু করে দেখানোর স্বপ্নকেই পুঁজি করে এই জয়ের লক্ষ্যে পৌঁছেছি।’ একই কথা বললেন রাহুল এবং করণও।

স্বেচ্ছাসেবী সংগঠনটির কর্ণধারের কথায়, ‘তিনজনের মধ্যেই কিছু করে দেখানোর তীব্র আকাঙ্ক্ষা ছিল। সেটা দেখেই তাঁদের পাশে থেকেছিলাম। তিনজনের এই জয় ডুয়ার্সের প্রান্তিক অঞ্চলের অনেককে অনুপ্রাণিত করবে।’ চা বাগানের স্কুলের শিক্ষক নীতেশ উপাধ্যায়ও রাহুলদের লড়াই এবং অধ্যবসায়টা কাছ থেকে দেখেছেন। তিনজনের সাফল্যে শুভেচ্ছা জানালেন তিনি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | নেই সীমানা প্রাচীর, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তা

পুন্ডিবাড়ি: জাতীয় সড়কের ধারে রয়েছে দুটি স্কুল। অথচ স্কুলদুটির...

Malda | আঙ্গারমনি হত্যাকাণ্ডে নজিরবিহীন রায়, দোষী সাব্যস্ত ১৬ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

চাঁচল: চাঁচল মহকুমা আদালতে বিচারক সুরজিৎ দের এজলাসে দেওয়া...

Dinhata | সৌজন্য নাকি রাজনীতি? হুমায়ুনের বাড়িতে রবি

দিনহাটা: তৃণমূলের দিনহাটা-২’র প্রাক্তন ব্লক সভাপতি মির হুমায়ুন কবিরের...

Cooch Behar | ভেঙেছে দু’দিকের নিরাপত্তা প্রাচীর, নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজ

কোচবিহার: নিরাপত্তাহীনতায় ভুগছে কোচবিহারের এবিএনশীল কলেজ। সম্প্রতি ঝড়ে কলেজের...