উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিব্বতে ভূমিকম্পে (Tibet Earthquake) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৬। আহত অন্তত ২০০। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এক হাজারেরও বেশি বাড়ি।
মঙ্গলবার সাতসকালে তিব্বতে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এই এলাকা ভূমিকম্পপ্রবণ। প্রায়ই এখানে ভারতীয় ও ইউরেশিয় প্লেটের সংঘর্ষে কম্পন হয়।
এদিন সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে শিলিগুড়ি (Siliguri) সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাও। কিছু সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কলকাতা, দিল্লি, পাটনা, উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও কম্পন অনুভূত হয়েছে। সূত্রের খবর, ভারতের পাশাপাশি নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকি চিনও কেঁপে উঠেছে ভূমিকম্পে। চিনে (China) ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮।