উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-বাংলাদেশ কানপুর টেস্টে বৃষ্টির জন্য খেলা পণ্ড হয়েছে প্রথম তিন দিন। প্রথম দিন থেকেই রোহিত-নাজমুল শান্তদের বদলে শিরোনামে উঠে এসেছেন বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি। চেন্নাই টেস্টের প্রথম দিনই রবি অভিযোগ করেছিলেন স্টেডিয়ামের ভেতর তাঁকে মারধর করা হয়েছে। বাংলাদেশের পতাকা ওড়াতে বাধা দিয়েছে ভারতীয় সমর্থকরা। তিনি একই ঘটনা ঘটিয়েছেন কানপুর টেস্টেও। তবে তিনি যে পুরোপুরি নাটক করে ভারত বিরোধী মন্তব্য করেছেন সেটাও প্রমাণ হয়ে গিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তদন্তে। এই মিথ্যাচারের খেসারত দিতে হয়েছে ক্যান্সার আক্রান্ত রবিকে। তাঁকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে দিল্লি।
বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবির আসল নাম রবিউল ইসলাম। কানপুর টেস্টের প্রথম দিন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কানপুর পুলিশের সহায়তায়। এখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে পুলিশকে তিনি জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে তিনি বেরিয়েই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দাবি করেন, ভারতীয় সমর্থকরা তাঁকে শারীরিকভাবে হেনস্তা করেছে। এমনকী মারধর পর্যন্ত করা হয়েছে। যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এই ভিডিও বার্তায় সমালোচনার ঝড় উঠে যায় বাংলাদেশের সমাজমাধ্যমে।
কানপুর পুলিশের অ্যাডিশনাল কমিশনার হরিশ চন্দ্র বলেন, ‘রবির ফুসফুসে ক্যানসার রয়েছে। যেই কারণে তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছিল। তাঁর দেহে অক্সিজেনের মাত্রা ওঠা নাম করছিল। এরপরই বুকে ব্যাথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান’। তিনি জানান, রেজেন্সি হাসপাতালে রবির চিকিৎসা চলে। সাময়িকভাবে সুস্থ হয়ে উঠলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ আধিকারিক আরও বলেন, ‘রবি ১২ দিনের মেডিকেল ভিসায় ভারতে এসেছিলেন। ২৯ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হয়ে যেত। আমরা তাঁকে সবরকম প্রয়োজনীয় সাহায্য করেছি’।
জানা গিয়েছে, ১৮ সেপ্টেম্বর ঢাকা থেকে কলকাতায় আসেন রবি। এরপর সেখান থেকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ দেখতে চেন্নাইয়ে যান। তারপর সেখান থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য কানপুরে আসেন। এরপরই সেখানে বিতর্কে জড়ান সুপার ফ্যান রবি। অভিযোগ করেন ভারতের সমর্থকরা তাঁকে মারধর করেছে। কিন্তু পুলিশ সমর্থকদের দ্বারা তাঁর আক্রান্ত হওয়ার অভিযোগটি উড়িয়ে দেন। সিসিটিভি ফুটেজেও দেখা যায় স্টেডিয়ামে প্রবেশের আগে রাস্তায় বসে পড়েছিলেন রবি।
রবিউল ইসলাম অর্থাৎ টাইগার রবি ইতিমধ্যেই ঢাকার উদ্দেশে পাড়ি দিয়েছেন। যদিও প্রথমে শোনা যাচ্ছিল তাঁকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশের আধিকারিক স্পষ্ট করেন তাঁকে তাড়ানো হয়নি। ক্যানসার আক্রান্ত হওয়ায় শনিবার দিল্লি থেকে তিনি দেশে ফিরে গেছেন।