উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুনো শুয়োর মারার জন্য পাতা বৈদ্যুতিক তারের সংস্পর্ষে এসে মৃত্যু হল এক বাঘিনীর! ঘটনাটি ঘটেছে পূর্ব মহারাষ্ট্রের ভান্ডারা জেলায়। এই ঘটনায় ৩ জন অভিযুক্তকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার তুমসার ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ঝাঞ্ঝারিয়া এলাকায় ৩ বছর বয়সী ওই বাঘিনীর ৪ টুকরো হওয়া দেহ মেলে। তাঁর শরীরে পোড়া দাগও ছিল বলে জানা গিয়েছে। এরপরেই, অভিযুক্তদের খুঁজতে ‘পেঞ্চ টাইগার রিসার্ভ’(নাগপুর) এবং গন্ডিয়া বন দপ্তরের ‘স্নিফার ডগ’-দের সাহায্য নেওয়া হয়।
এই ‘স্নিফার ডগ’ গুলিই গন্ধ শুকে সোজা গিয়ে উপস্থিত হয় ঘটনায় অন্যতম অভিযুক্ত রাজু পিরাতরাম ওয়াডকাড়ের বাড়িতে। তাঁর বাড়িটি রয়েছে ঘটনাস্থলের অদুরবর্তী পাচারা গ্রামে। সেখান থেকেই একটি বড় চাকুও উদ্ধার করা হয়,যেটা দিয়ে ওই বাঘিনীটিকে ৪ টুকরো করে কাটা হয়েছিল। জিজ্ঞাসাবাদের দরুন রাজু বাকি দুই অভিযুক্ত, রাজেন্দ্র মহাদেও কুঞ্জাম এবং দুর্গেশ রতিরাম-এর নাম বলে দেয়। এদের দুজনেরই বাড়ি নাভেগাও-এর তুমসার তহসিলে। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই ৩ জনকে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।