উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর ৯ অগাস্ট মেয়েকে হারিয়েছেন তিলোত্তমার (RG Kar Case) বাবা-মা। বিচারের আশায় পেরিয়ে গিয়েছে ৪ মাস। কিন্তু আজও সবটা অধরা। এবার ফের একবার বিচারের দাবিতে সরব হলেন নিহত চিকিৎসকের বাবা-মা। খুললেন একটি ফেসবুক (Facebook) পেজ। বিচারের দাবি জানিয়ে ইতিমধ্যেই সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। রাজ্য তথা দেশের প্রতিটি মানুষকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সন্তানহারা এই বাবা-মা।
তিলোত্তমার বাবা-মা যে পেজটি খুলেছেন, তার নাম ট্রুথ অ্যান্ড জাস্টিস ভয়েস অফ আরজি কর ভিক্টিম। সেখানে তাঁরা লিখেছেন, ‘আমাদের মেয়ের জন্য বিচার চেয়ে, সত্য জানতে চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আর কোনও পরিবার যাতে এভাবে কষ্ট না পায়, তা নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে থাকুন। চার মাস হয়ে গেল, আমাদের মেয়ের সঙ্গে গত ৯ অগস্ট রাতে কী হয়েছিল, এখনও আমরা জানি না। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্ত করছিল। ওদের তদন্তে আমাদের আস্থা ছিল না। তাই আমরা হাইকোর্টে অন্য এজেন্সির তদন্তের জন্য আবেদন জানাই। এখন এই ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। কিন্তু তারপরেও চার মাসে কিছু জানা গেল না। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’
অন্যদিকে, আগামীকাল অর্থাৎ ৬ ডিসেম্বর প্রতিবাদী চিকিৎসকেরা একটি মিছিলের ডাক দিয়েছেন। সেই মিছিলে পা মেলাবেন তিলোত্তমার বাবা-মা। মিছিলটি যাবে স্বাস্থ্যভবন পর্যন্ত।