উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভিজে জামাকাপড়। রোদের দেখা না মিললে জামাকাপড় কীভাবে শুকোবে সেই চিন্তাই মাথায় ঘুরতে থাকে সব সময়। তবে এই অবস্থাতেও ভিজে জামাকাপড় শুকনো করার কিছু পদ্ধতি রয়েছে (Tips)। জেনে নিন সেগুলি।
ওয়াশিং মেশিনের সাহায্য নিন
ওয়াশিং মেশিন এখন বেশিরভাগ বাড়িতেই থাকে। আর বহু ওয়াশিং মেশিনে ড্রায়ারের সুবিধা রয়েছে। বৃষ্টি না থামলে ওয়াশিং মেশিনে কেচে ড্রায়ারে ভালো করে শুকনো করে নিন। এরপরেও চাইলে ফ্যানের তলায় জামাকাপড় মেলে দিতে পারেন।
শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে শুকনো করুন
ঘরের মধ্যে জামাকাপড় মেলে এসি চালিয়ে দিন। এসি ড্রাইমোডে রাখবেন। এতেও আপনার ভিজে জামাকাপড় শুকনো হয়ে যেতে পারে। এরপরে জামাকাপড় পরার সময় একবার ইস্ত্রি করে নিতে পারেন। এতে স্যাঁতস্যাঁতেভাব থাকবে না এবং সমস্ত জীবাণু মরে যাবে।
খোলা জায়গায় মেলে দিন
এখন খোলা ছাদে বা বারান্দায় জামাকাপড় শুকোতে দেওয়া যাবে না। তাই ফাঁকা ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামাকাপড় মেলে দিন। তার আগে অবশ্যই ভিজে জামাকাপড় ভালো করে নিংড়ে নেবেন এবং পাখা চালিয়ে দেবেন।