মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

Rajya Sabha | এপিক ইস্যুতে আলোচনায় ‘না’ কেন্দ্রের! উত্তাল রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধীদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারও উত্তাল হল রাজ্যসভা (Rajya Sabha)। এদিন এপিক নিয়ে রাজ্যসভায় আলোচনার প্রস্তাব জানিয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু সেই আলোচনায় রাজি হয়নি কেন্দ্র। আর কেন্দ্র প্রস্তাব খারিজ করতেই শুরু হয় বিরোধীদের বিক্ষোভ। এরপর জিরো আওয়ারে ওয়াকআউট (Walkout) করেন তৃণমূল (TMC) ও বিজেডির (BJD) সাংসদরা। এরপর তাঁদের অনুসরণ করে অন্যান্য বিরোধী দলের সাংসদরাও ওয়াকআউট করেন।

একই এপিক নম্বরে একাধিক ভোটার রয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। সোমবারও রাজ্যসভায় এপিক ইস্যুতে আলোচনার জন্য কেন্দ্রের কাছে দাবি জানায় বিরোধী দলগুলি। কিন্তু গতকালও সেই দাবি মানতে চায়নি কেন্দ্র। বিষয়টি নিয়ে সরব হতেই মল্লিকার্জুন খাড়গের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল অধিবেশন। এরপর বাম বাদে সমস্ত বিরোধী সাংসদ ওয়াকআউট করেন। মঙ্গলবারও সেই একই কারণে ওয়াকআউট করলেন বিরোধী দলের সাংসদরা।

এদিন সংসদের বাইরে বেরিয়েই রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘অবিজেপি শাসিত রাজ্যগুলিতে জেতার জন্য ভোটার তালিকায় এরকম কারচুপি করছে কেন্দ্রের সরকার। ভারতের যে গণতান্ত্রিক কাঠামো আছে, তা ভেঙেচুরে দিচ্ছে। তবে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে সংসদে এবং বাইরে জনমত গড়ে তোলার কাজ চালিয়ে যাব।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Student Suicides | দেশজুড়ে পড়ুয়াদের আত্মহত্যা! কারণ ও সমাধানের খোঁজে টাস্ক ফোর্স গঠন শীর্ষ আদালতের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে বিভিন্ন শিক্ষায়তনে পড়ুয়াদের আত্মহত্যার...

Bangladesh | ক্রমশ খেলা ঘুরছে বাংলাদেশে! সকলের নজরে সেনাপ্রধানের ভূমিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি নিয়ে নানা...

Yashwant Varma | ‘কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়’, বিচারপতি বর্মার বদলির নির্দেশে কর্মবিরতিতে আইনজীবীরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন...

Mamata Banerjee | কনকনে ঠান্ডা, মেঘলা আকাশকে উপেক্ষা! লন্ডনের রাস্তায় দৌড়চ্ছেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খুব একটা ভাল নয় লন্ডনের...