উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরপর দু’দিন ইন্ডিয়া (INDIA) জোটের বৈঠকে যোগ না দেওয়ায় তৃণমূলের (TMC) সঙ্গে ইন্ডিয়া জোটের সম্পর্কের রসায়ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সংসদের চলতি অধিবেশনেও সেভাবে সমন্বয়ের ইঙ্গিত এখনও মেলেনি। সদ্য সমাপ্ত ২ রাজ্যে বিধানসভা নির্বাচন ও বেশ কিছু রাজ্যে উপনির্বাচনের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা খোলাখুলিই কংগ্রেসকে মমতার নেতৃত্ব মেনে নিতে আহ্বান জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে তৃণমূলের বক্তব্য, ‘ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূল একমাত্র দল, যাদের সঙ্গে কংগ্রেসের কোনও নির্বাচনি জোট নেই। লোকসভা ভোটের আবহে অনেকবার আসন সমঝোতা সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তখন কোনও ফল হয়নি। এখন হঠাৎ করে আদানি, জেপিসি নিয়ে বৈঠকের কথা বললে তা কীভাবে সম্ভব? আমাদের রাজ্যের পৃথক সমস্যা রয়েছে। সেগুলিকেই আমরা অগ্রাধিকার দেব। একটা মাত্র ইস্যুতে সংসদ হাইজ্যাক করা যাবে না। সংসদ চলতে দিতে হবে।’ তবে ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে তৃণমূল বলে দলের তরফে জানানো হয়েছে।
পাশাপাশি সূত্রের খবর, কংগ্রেসের (Congress) ডাকা বৈঠকে হাজির না হলেও তাদের কয়েকজন নেতার সঙ্গে যেমন তৃণমূলের যোগাযোগ রয়েছে ঠিক তেমনি সমাজবাদী পার্টি সহ বেশ কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গেও বিশেষ সখ্য রয়েছে তৃণমূলের। ডেরেক ও’ব্রায়েনের বক্তব্য, ‘আদানি বা দুর্নীতি একমাত্র ইস্যু হতে পারে না। তাহলে মহারাষ্ট্রে এমন ফল হল কেন? আমাদের কৌশল স্থির করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ চায় নিত্যদিনের সমস্যা নিয়ে আলোচনা এবং তার সমাধান।’