উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেআইনি আগ্নেয়াস্ত্র থেকে নিজেরই দেহরক্ষীকে গুলি। গ্রেপ্তার হলেন করিমপুর-২ (Karimpur) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা সাজিজুল হক শা ওরফে মিঠু (TMC Leader Arrested)।
জানা গিয়েছে, রবিবার রাতে মদ্যপ অবস্থায় সাজিজুল নিজের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল জাহাঙ্গির আলমকে গালিগালাজ করছিলেন। এরপরই রাগের মাথায় জাহাঙ্গিরকে লক্ষ্য করে সাজিজুল গুলি ছোড়েন বলে অভিযোগ। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজায় গিয়ে লাগে। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপরই থানার দারস্থ হন সাজিজুলের দেহরক্ষী। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে রাতেই থানারপাড়া থানার পুলিশ সাজিজুলের বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতার কাছ থেকে তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সাজিজুলের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, মাস ছয়েক আগেও এক দেহরক্ষীকে একইভাবে মদ্যপ অবস্থায় আক্রমণ করেছিলেন সাজিজুল। তবে স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাজিজুলের স্ত্রী মনোয়ারা বিবি জানান, তেহট্টের বিধায়ক তাপস সাহার মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছিলেন সাজিজুল। কিন্তু গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি। সোমবার ধৃত তৃণমূল নেতাকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।