Monday, June 5, 2023
HomeTop News‘সোনা-গোরু পাচারের জন্য কেস খাইনি’, মদনের নিশানায় কে?

‘সোনা-গোরু পাচারের জন্য কেস খাইনি’, মদনের নিশানায় কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসকেএম কাণ্ডে ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে দলের এমন নেতাদের কটাক্ষ করলেন মদন। তাঁর কথায়, ‘কেস খেয়ে আমি একটুও লজ্জিত নই। কেস খাওয়া আমার কপালে আছে। সোনা পাচার, গোরু পাচারের জন্য কেস খাইনি। রোগীর চিকিৎসার জন্য কেস খেয়েছি।’

মদনের কথায়, ‘কণ্ঠে আমার কাঁটার মালা, কেসের মালা ফুলের মালা নয়, যাঁরা কেস করেছেন, ভালো করেছেন। এ বার আমি কামারহাটিতে বুক ফুলিয়ে ঢুকব। সোনা পাচার, কয়লা পাচার, গোরু পাচারের জন্য কেস খাইনি। কেস খেয়েছি রোগীকে ভর্তি করার জন্য। আমার গর্ব, আমি জনগণের জন্য কেস খেয়েছি। আমি তৃণমূল বিধায়ক হয়েও তৃণমূল আমলে কেস খেয়েছি।’

তৃণমূল বিধায়ক আরও বলেন, ‘আমার কোনও দুঃখ, অভিমান নেই। ওই ব্যক্তির জন্য মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা করেছেন, তা দেখে আমি আপ্লুত। এটাই আমাদের সরকারের মানবিক মুখ।’

শুক্রবার রাতে এসএসকেএমে এক রোগীকে ভর্তি করানো নিয়ে হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাদ বাধে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই বিবাদের পরে মদনের পাশে থাকেনি নবান্ন। এরপরই দল ছাড়ার হুংকার দেন ‘অভিমানী’ মদনও। পরে তাঁকে বুঝিয়ে শান্তও করে তৃণমূল। শনিবার সারাদিন ধরেই এসএসকেএমের ঘটনা নিয়ে টানাপড়েন চলেছে। এরই মধ্যে মদনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর তা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে দলের এমন নেতাদের আক্রমণ করলেন মদন। তবে কটাক্ষের সুরে দলকে ‘ধন্যবাদ’ জানালেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাই করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments