উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে (R G Kar Incident) শনিবার রাতে এক্স হ্যান্ডলে (X-Handle) একটি পোস্ট করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই (CBI) হেপাজতে নিয়ে জেরা করার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ স্বীকার করেন, তাঁর পোস্টে তথ্য ভুল ছিল। এরপর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, ‘আপাতত সুখেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।’
এদিন হাইকোর্টে (Calcutta High Court) সুখেন্দু শেখর রায়ের আইনজীবী বিতর্কিত পোস্ট নিয়ে ভুল স্বীকার করে বলেন, তথ্যগত কিছু বিভ্রান্তির কারণে ওই পোস্ট করা হয়েছিল। সেটি মুছে ফেলা হয়েছে। দু’পক্ষের বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ জানান, ‘দুই পক্ষের সহমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে। তাই আদালত আপাতত এই মামলায় হস্তক্ষেপ করছে না। তবে আগামীকাল মামলাটি শুনানির জন্য থাকছে। রাজ্য তাদের রিপোর্ট দেবে আদালতে। পাশাপাশি পুলিশ আশ্বাস দিয়েছে, সুখেন্দুশেখর রাজ্যের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।’
অন্যদিকে, আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন সুখেন্দু শেখর রায়। এই অভিযোগে রবিবার দু’বার তৃণমূল সাংসদকে তলব করে কলকাতা পুলিশ। তিনি পুলিশের তলবে সাড়া না দিয়ে সোমবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁকে মামলা দায়েরের অনুমতি দেয় হাইকোর্ট। আজ ছিল মামলার শুনানি। শুনানি শেষে এটাই বলা যায়, আপাতত স্বস্তিতে সুখেন্দু শেখর। আগামীকাল পরবর্তী শুনানি রয়েছে। এখন দেখার উচ্চ আদালত কাল কী প্রতিক্রিয়া দেয়।