চোপড়া: চোপড়ায় তৃণমূল নেতা তথা খোদ ভূমি কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অন্যের জমি নিজের নামে রেকর্ড করার অভিযোগে তোলপাড় স্থানীয় রাজনৈতিক মহল। ইতিমধ্যে দলের নির্দেশে প্রকৃত মালিকদের জমি ফেরত দিয়েছেন ওই তৃণমূল নেতা।চোপড়া পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাহের আহমেদের বিরুদ্ধে জমি সংক্রান্ত অভিযোগ ছাড়া আরও একাধিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তৃণমূল কংগ্রেসের চোপড়া ব্লক কোর কমিটি। সেই দলীয় তদন্তেই এই জমি কেলেঙ্কারির বিষয়টি ধরা পড়ে। শেষ পর্যন্ত দলের ভাবমূর্তি ঠিক রাখতে ভূমি কর্মাধ্যক্ষ তাহের আহমেদকে প্রকৃত মালিকদের মধ্যে জমি ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে দলীয় সূত্রের খবর। যদিও তাহের আহমেদ এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।
হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাকির আহমেদ জানান, জমি দখলের অভিযোগ নিয়ে বিস্তর আন্দোলন হয়েছে, বিষয়টি দল এবং প্রশাসনের নজরে আনা হয় এদিন পর্যন্ত সেই জমি ফেরত পেয়েছেন আসল মালিকেরা। বিএলআরও সুবিমল চক্রবর্তী বলেন, ‘রেকর্ড সংক্রান্ত কোনও একটা ভুল ছিল। সেটা ঠিক করে দেওয়া হয়েছে।’
আরও পড়ুন : ভুট্টা খেতে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ১০০টি হাতির দল, আতঙ্ক এলাকায়