জাতীয়

TMC Meeting with Sharad Pawar | মুম্বইয়ে শরদ পাওয়ারের বাসভবনে তৃণমূল সাংসদরা, কী নিয়ে বৈঠক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে শরদ পাওয়ারের (Sharad Pawar) বাড়িতে মঙ্গলবার সকালে বৈঠক করলেন তৃণমূলের তিন সাংসদ (TMC Meeting with Sharad Pawar)। তৃণমূলের তরফে পাওয়ারের বাড়ি ‘সিলভার ওক’-এ ওই বৈঠকে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ। শরদ কন্যা সুপ্রিয়া সুলেও ছিলেন বৈঠকে। যোগ দেন উদ্ধব ঠাকরের শিবসেনার অন্যতম নেতা অরবিন্দ সাওয়ান্তও।

পরে শরদ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, তৃণমূল সাংসদরা এসেছিলেন। বুথফেরত সমীক্ষা পর্বে শেয়ার বাজারকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল, তা নিয়ে তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে। তৃণমূল যে দাবি তুলেছে তার সঙ্গে তিনি একমত বলেও জানান।

তৃণমূল সাংসদ কল্যাণ অবশ্য এখনই ওই বিষয়ে খোলাখুলি কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, তাঁরা পাওয়ারের বাড়িতে ‘সৌজন্য সাক্ষাৎ’ করতে গিয়েছিলেন। এদিন বৈঠকের পরে মুম্বইয়ের সেবি দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন বিরোধী দলগুলির নেতা, সাংসদরা। সেখানে তৃণমূলের সঙ্গে ছিলেন পাওয়ার, উদ্ধবের দলের প্রতিনিধিরাও।

প্রসঙ্গত, বুথফেরত সমীক্ষার পর থেকেই শেয়ার বাজার দুর্নীতি নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, ফাটকা বাজারে বিনিয়োগে উস্কানি দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদি এবং অমিত শা। এ নিয়েই সেবির তদন্ত চায় বাংলার শাসকদল। তবে ‘ইন্ডিয়া’র দলগুলি এদিনের বৈঠকে থাকলেও কংগ্রেসের কাউকে সেখানে দেখা যায়নি।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Trafficking | বিয়ের প্রলোভন দেখিয়ে এনে নারী পাচার! দুর্গাপুর থেকে গ্রেপ্তার ৩ পাচারকারী

দুর্গাপুরঃ রাজ্যের বিভিন্ন প্রান্তের মেয়েদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হত। অভিযোগ তাদেরকে বিয়ে দেওয়া হত।…

17 mins ago

Suvendu Adhikari | ‘প্রয়োজনে বুলডোজারের সামনে দাঁড়াব’, হকার উচ্ছেদ নিয়ে রাজ্যকে কী বার্তা শুভেন্দুর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুথ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই রাজ্য জুড়ে হকারদের বিরুদ্ধে রে রে করে নেমে…

39 mins ago

CBI | কয়লা পাচার মামলায় ফের তৎপর সিবিআই, গ্রেপ্তার ইসিএলের প্রাক্তন কর্তা সহ দুই কয়লা ব্যবসায়ী

আসানসোল: কয়লা পাচার মামলায় ফের কোমর বেঁধে নেমেছে সিবিআই। বলতে গেলে লোকসভা নির্বাচন মিটতেই সক্রিয়…

1 hour ago

Maoist leader | পিএইচডি করতে চান জেলবন্দি মাওবাদী নেতা, ইন্টারভিউ দিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পিএইচডি (PhD) করতে চান জেলবন্দি এক শীর্ষ মাওবাদী নেতা (Maoist leader)…

2 hours ago

TMC Leader Arrested | জমি দখলের বিরুদ্ধে অ্যাকশন শুরু! গ্রেপ্তার ডাবগ্রাম-ফুলবাড়ির দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক

শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার দাপুটে তৃণমূল (Tmc) নেতা তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে…

2 hours ago

Naxalbari | বিলাসবহুল গাড়িতে পাচারের চেষ্টা, উদ্ধার প্রচুর সুপারি, গ্রেপ্তার দুই ভাই

নকশালবাড়িঃ মঙ্গলবার রাতে নকশালবাড়ি সাতভাইয়া এলাকায় পুলিসের অভিযানে উদ্ধার হল প্রচুর সুপারি। সুপারি পাচারের অভিযোগে…

2 hours ago

This website uses cookies.