উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) হিসেবে বাংলার মসনদে বসার পর একের পর এক অনুদান চালু করেছেন রাজ্যের মানুষের জন্য। সেই তালিকায় রয়েছে দুর্গাপুজোর অনুদান। এবার পুজোর অনুদান নিয়ে নতুন নির্দেশ দিলেন তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী (MLA Adhikari Mangobinda)। চেক বিতরণ অনুষ্ঠান থেকে কার্যত হুঁশিয়ারি দিয়ে ভাতারের বিধায়ক বলেন, ‘পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধে থাকলে টাকা নেবেন না।’ একজন বিধায়ক হয়ে প্রকাশ্যে এমন কথা বলছেন? যা শুনে হতবাক বঙ্গবাসী।
সোমবার ভাতার থানায় মঞ্চ বেঁধে পুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়া হচ্ছিল। সেই মঞ্চেই হাজির ছিলেন পূর্ব বর্ধমানের ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। চেক বিতরণ করার পর তিনি বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী পুজোর জন্য যে টাকা দিচ্ছেন তার জন্য তাঁর ছবি যেন প্রতিটি প্যাণ্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা। এটা সরকারের টাকা। মুখ্যমন্ত্রী সরকারের লোক। সে পার্টি হতে পারে। কিন্তু অনেকে টাকাটা নিচ্ছেন,অথচ মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস। ছবি টাঙাতে আপত্তি থাকলে আপনারা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না। আপনারাও নেবেন না।’ বিধায়ক যখন এ ধরণের কথা বলছেন, তখন মঞ্চে উপস্থিত জেলার অতিরিক্ত পুলিশ কর্তা অর্ক বন্দ্যোপাধ্যায়, ভাতারের বিডিও (BDO) দেবজিৎ দত্ত, ডিএসপি সুরজিৎ মণ্ডল, সার্কেল ইনস্পেক্টর শৈলেন উপাধ্যায় ও ভাতার থানার ওসি প্রসেনজিৎ দত্ত। তাঁদের সামনেই কার্যত হুঁশিয়ারির সুরে নিজের বক্তব্য রেখে গেলেন তৃণমূল বিধায়ক।
উল্লেখ্য, মানগোবিন্দ অধিকারী বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। ‘রবীন্দ্রনাথের নোবেল চুরি করেছে বাংলার ছেলেরা’, ‘চট পেতে বসা বিক্রেতার কাছ থেকেও টাকা তোলা হয়’ ইত্যাদি একাধিক দল বিরোধী মন্তব্য করেছিলেন ভাতারের তৃণমূল বিধায়ক। তবে আজ ‘অনুদান’ নিয়ে তাঁর এই মন্তব্যের পাল্টা কোনও কথা দলের পক্ষ থেকে শোনা যায়নি।