উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনার কবলে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। দুর্ঘটনার সময় গাড়িতে না থাকায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেন বিধায়ক। যদিও বেপরোয়া গতির বলি বিধায়কের চালক-সহ আরও ২ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার শিবপুরের কাছে ফরসোর রোডে অবনী মলের কাছে।
জানা গিয়েছে, হাওড়ার বাঁকড়ায় একটি বাড়িতে অনুষ্ঠানে আসা আত্মীয়দের ছাড়তে জিটি রোড পিলখানার উদ্দেশে যাচ্ছিলেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ির চালক মহম্মদ মোস্তাক খান। রাত একটা নাগাদ সেখান থেকে ফেরার পথে অবনী মলের কাছেই একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। তার পর আবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেলারে ধাক্কা মেরে তার নিচে ঢুকে যায়। যার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক মহম্মদ মুস্তাক খানের ও সঙ্গে থাকা বারো বছরের এক নাবালকের। বাকিদের উদ্ধার করে প্রথমে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএমে পাঠানো হয়।সেখানে মৃত্যু হয় মুস্তাক নামে আরও এক ব্যাক্তির। বাকিরা হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে বিধায়কের নামের স্টিকারও লাগানো ছিল।