উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন! মঙ্গলবার বিধানসভার (Bidhan Sabha) বাইরে দাঁড়িয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের উদ্দেশ্য করে এমনটাই বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার শুভেন্দুর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুভেন্দুকে মুর্শিদাবাদে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। এদিকে, এই হুমকির পরই নিজের এবং বিজেপি বিধায়কদের নিরাপত্তা (Security) নিয়ে বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু।
এদিন শুভেন্দুকে কটাক্ষ করে হুমায়ুন বলেন, ‘উনি মারতে আসলে আমরা রসগোল্লা খাওয়াবো নাকি? মুসলিম বিধায়কদের তিনি অসম্মান করবেন, আছাড় মেরে রাস্তায় ফেলার কথা বলবেন, নিশ্চয়ই তাঁকে রসগোল্লা খাওয়াবো না। যা জবাব দেওয়ার সেটাই দেওয়া হবে। উনি আছাড় মারবেন বলেছেন, আমি ঠুসে দেব।’
এরপরই ৭২ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে ক্ষমা চাওয়ার হুমকিও দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারী যদি নিজের মন্তব্য প্রত্যাহার করে মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চান, তাহলে বিধানসভায় তাঁর ঘরের বাইরে গিয়ে বুঝে নেওয়া হবে। আমার নেতৃত্বে ৪২ জন মুসলিম বিধায়কদের সঙ্গে মোকাবিলা করতে হবে শুভেন্দুকে।’ শাসক দলের বিধায়ক আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী শুধু মেদিনীপুর বা কলকাতার নন, গোটা রাজ্যের বিরোধী দলনেতা তিনি। তিনি কত বড় মাতব্বর হয়েছেন দেখে নেব। মুর্শিদাবাদে তাঁকে ঢুকতে দেব না।’ যদিও যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু হুমায়ুন কবীরের হুমকির পরই নিজের বিধানসভার ভেতরে দলীয় বিধায়ক এবং নিজের জন্য উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়ে বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন।
প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আগামী বছর বাংলাতে ওদের দলের (তৃণমূল কংগ্রেস) যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব।’ সেই মন্তব্যের পালটা জবাবেই এদিন শুভেন্দুকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবীর।