Thursday, April 25, 2024
HomeBreaking NewsChopra TMC Protest | চোপড়ায় ৪ শিশুমৃত্যুতে বিক্ষোভ তৃণমূলের, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি...

Chopra TMC Protest | চোপড়ায় ৪ শিশুমৃত্যুতে বিক্ষোভ তৃণমূলের, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি রব্বানির

চোপড়া: মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুতে বিক্ষোভ শুরু করল তৃণমূল কংগ্রেস (Chopra TMC Protest)। মঙ্গলবার বিএসেফের চেতনাগছ চৌকির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি (Ghulam Rabbani), উত্তর দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কনাইয়ালাল আগরওয়াল, রাজ্য নেত্রী পম্পা সরকার প্রমুখ। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ মৃতদেহ সমাধিস্থ করার পরই এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন তৃণমূল নেতৃত্ব।

চার শিশুর মৃত্যুর ঘটনার জন্য বিএসএফকে (BSF) দায়ী করেছে তৃণমূল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন মন্ত্রী গোলাম রব্বানি। তাঁর কথায়, ‘এত বড় ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত একটি শোকবার্তা জানাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি।’ তিনি আরও বলেন, ‘সন্দেশখালিতে তেমন কিছুই হয়নি। সেখানে রাজ্যপাল যেতে পারছেন অথচ এখানে আসার ব্যাপার নেই।’

এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক হামিদুল রহমান। একইসঙ্গে তিনি জানান, মৃত চার শিশুর পরিবার পিছু ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। বিএসএফের তরফে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই দাবিও তুলেছেন হামিদুর রহমান।

বিক্ষোভকারীদের দাবি, চোপড়া থানার চেতনাগছ গ্রামে ঘটনাস্থলের পাশেই বিএসএফের চৌকি রয়েছে। খনন করা মাটি অন্যত্র গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেখানেই শিশুরা দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বিএসএফের নজরের সামনে খননকাজ চলেছে। চাইলেও এর দায় বিএসএফ এড়াতে পারে না। কারণ সীমান্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বভার তাদের উপর রয়েছে। সীমান্তের রাস্তা ঘেঁষে প্রায় ১০০ মিটার জুড়ে অন্তত ১০ ফুট গভীর নালা খনন করা হয়েছে। সেই মাটি গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। তা দেখতে গিয়েই ওই চার শিশু মাটি চাপা পড়ে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSC Verdict | শ্রম আইনের দোহাই, চাকরি হারাদের বেতন দেওয়ার ঘোষণা শিক্ষা দপ্তরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফা ভোটের আগে বড় চমক রাজ্য সরকারের। মাইনে দেওয়া হবে চাকরিহারাদের।কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের যে ২৫ হাজার ৭৫৩...

Nagen Roy | ভাইরাল ‘চিঠি’তে বিজেপির ইস্তেহারের সমালোচনা, ‘শয়তানের কাজ’ দাবি নগেনের

0
সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: সদ্যসমাপ্ত প্রথম পর্বের ভোটে (Lok Sabha Election 2024) উত্তরের তিন আসনে জয়ের দাবিতে সরব তৃণমূল, বিজেপি দুই শিবিরই। রাজনৈতিক নেতা থেকে...

গরমে ঠান্ডার আমেজ বজায় রাখতে কীভাবে ঘর সাজাবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে নাজেহাল অবস্থা মানুষের। তাই বাইরের উষ্ণতার আঁচ যেন বাড়িতে না পড়ে, সে দিকে খেয়াল রাখতে হবে। ঘর ঠান্ডা...

CBI | পাহাড়ে চাকরি পেতে ভুয়ো কাগজ ব্যবহারের অভিযোগ, দ্রুত সিবিআইয়ের রিপোর্ট পেশের সম্ভাবনা

0
সাগর বাগচী, শিলিগুড়ি: গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনেস্ট্রেশন (GTA) এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি(SSC Scam) মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই(CBI)। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যে...

Ajit Doval | যুদ্ধের আবহেই রাশিয়ায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, দিলেন সন্ত্রাস দমনের বার্তা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ (Russia-Ukraine war) এখনও থামেনি। এই পরিস্থিতির মধ্যেই রাশিয়া সফরে গেলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National...

Most Popular