গয়েরকাটা: বৃহস্পতিবার মাদারিহাট বিধানসভার অন্তর্গত সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন মাদারিহাট উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন গয়েরকাটার মা ভুবনেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর গয়েরকাটার (Gairkata) বিভিন্ন এলাকায় হেঁটে প্রচার করার পাশাপাশি হুডখোলা গাড়িতে চেপে সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। বিকেলে গয়েরকাটা চা বাগানের (Gairkata Tea Garden) শ্রমিকদের সঙ্গে গেট মিটিংয়েও অংশ নেন। এরপর সন্ধ্যায় গয়েরকাটা ছটপুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে ছটব্রতীদের শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাঁকে। প্রচারে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেওয়া সহ আগের বিজেপি বিধায়কের আমলে এলাকায় কোনও কাজ হয়নি বলেও জানান প্রার্থী।
তৃণমূলের তরফে ইতিমধ্যে প্রকাশিত ইস্তেহারে গয়েরকাটায় থানা তৈরির কথা ঘোষণা করা হয়েছে। সেই বিষয়েও প্রচার করতে দেখা যায় প্রার্থীকে। এদিন তাঁর সঙ্গে প্রচারে ছিলেন তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারি সভাধিপতি সীমা চৌধুরী, ধূপগুড়ি পুর প্রশাসনিক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ আরও অনেকে।