Exclusive

TMC | প্রচারে কার ভূমিকা কত, দেখছে তৃণমূল, নজরে রাখছে আইপ্যাকও

চাঁদকুমার বড়াল, কোচবিহার: কোচবিহারে তৃণমূল (TMC) কংগ্রেসের প্রচারে নেতাদের ভূমিকা খতিয়ে দেখছে রাজ্য নেতৃত্ব। পাশাপাশি বিষয়টি নজরে রাখছে আইপ্যাকও। অঞ্চল থেকে ব্লক এমনকি জেলারও কয়েকজন নেতার উপর নজর রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। কে প্রচারে বেশি যাচ্ছেন, কে কম যাচ্ছেন সবটাই দেখা হচ্ছে। ভোটের (Lok sabha election 2024) রেজাল্টের পর সকলের ভূমিকা পর্যালোচনা করা হবে। সেই ভিত্তিতে সংশ্লিষ্ট নেতাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘দলের সর্বস্তরের নেতা-কর্মীরা রাস্তায় নেমে কাজ করছেন। কেউ বসে নেই। যদি নজরে আসে কোনও কর্মী বসে রয়েছেন, তাঁদেরও প্রচারে নামানো হবে। রাজ্য থেকে এই ধরনের নির্দেশ রয়েছে।’

তৃণমূল সূত্রে খবর, কোচবিহারে আইপ্যাকের যে টিম রয়েছে, তারা বসে যাওয়া নেতা-কর্মীদের প্রচারে নামাতে যেমন কাজ করছেন, সঙ্গে কার ভূমিকা কেমন সেটাও দেখে রাখছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে নির্দেশ রয়েছে, সকলকে প্রচারে ঝাঁপিয়ে পড়তে হবে। কিছুদিন আগে অভিষেক কোচবিহারে এসে সেই নির্দেশ দিয়েও গিয়েছেন। বিশেষ করে, দলের সিনিয়ার নেতারা ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমেছেন। তাঁরা গোটা লোকসভা কেন্দ্র ঘুরে প্রচার করছেন।

কোচবিহারে (Cooch Behar) তৃণমূলের রেজাল্ট কী হয়, তার উপর অনেকেরই ভাগ্য নির্ভর করছে। তৃণমূল বিজেপির থেকে কোচবিহার লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিতে একাধিক পরিকল্পনা করে কাজ শুরু করেছে। স্থানীয় স্তরে যাতে নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব না থাকে, যাতে সকলে একশো শতাংশ উজাড় করে প্রার্থীকে জেতাতে কাজ করেন, তার উপর কড়া নজর থাকছে দলের শীর্ষস্তরের।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

রায়গঞ্জ: পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে গাছ বাঁচানোর লক্ষ্যে মহা ধুমধামে বট পাকুড়ের বিয়ের হল…

32 mins ago

Sunil Chhetri | ফুটবল কেরিয়ারে ইতি টানলেন সুনীল ছেত্রী, কুয়েতের বিরুদ্ধে কলকাতাতেই শেষ ম্যাচ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবসর (Retirement) নিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian football team captain)…

40 mins ago

Digha Accident | দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-গাড়ি সংঘর্ষে মৃত ৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

1 hour ago

Fire | গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত একটি দোকান

শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত (Fire) হল একটি দোকান। ঘটনার ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের…

2 hours ago

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

2 hours ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

3 hours ago

This website uses cookies.