Exclusive

TMC | জলপাইগুড়িতে রাজবংশী প্রার্থী চায় তৃণমূল, পছন্দের তালিকায় কারা?

জ্যোতি সরকার, জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) লোকসভা কেন্দ্রে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) জলপাইগুড়ি জেলার সংখ্যাগরিষ্ঠ রাজবংশী সম্প্রদায়ের উজ্জ্বল ভাবমূর্তিসম্পন্ন ব্যক্তিকেই প্রার্থী করার কথা ভাবছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এ বিষয়ে লোকসভা কেন্দ্রজুড়ে সমীক্ষাও করা হয়েছে। সমীক্ষক দল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছ’জন বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিকে প্রার্থী হিসেবে পছন্দের তালিকায় রেখেছে। সমীক্ষক দলের এই তালিকায় রয়েছেন রাজগঞ্জ (Rajganj) বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির বিধায়ক ডাঃ প্রদীপকুমার বর্মা, ধূপগুড়ির বিধায়ক ডঃ নির্মল রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট স্বপ্না বর্মন এবং প্রাক্তন সাংসদ বিজয়চন্দ্র বর্মন।

সমীক্ষক দলের পর্যবেক্ষণ অনুযায়ী খগেশ্বর রায় দীর্ঘদিন ধরে বিধায়ক রয়েছেন। জলপাইগুড়ি জেলাজুড়ে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। পাশাপাশি ডঃ নির্মল রায় দীর্ঘদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের উপর গবেষণাধর্মী কাজ করে আসছেন। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব রয়েছে। ডাঃ প্রদীপকুমার বর্মা চিকিৎসক হিসাবে গ্রামেগঞ্জে পরিচিত। স্বপ্না বর্মন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট। তাঁকে একডাকেই সবাই চেনেন।  অন্যদিকে বিজয়চন্দ্র বর্মন জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ।  তিনিও বিভিন্ন মহলে পরিচিত।  সমীক্ষক দল তাদের রিপোর্টে সম্ভাব্য এই প্রার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেছে। তবে ভিন্ন একটি সূত্রে পাওয়া খবর, বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া দীপেন প্রামাণিককে এই কেন্দ্রে প্রার্থী করার সুপারিশ করা হয়েছে।

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, ‘দলের নির্দেশে সমীক্ষক দলের সদস্যরা তাঁদের সুপারিশ করা প্রার্থীদের নাম জানিয়েছেন দলের উচ্চ নেতৃত্বকে। আমাদের বলা হয়েছে জলপাইগুড়ি আসনে প্রার্থী হবেন একজন রাজবংশী সম্প্রদায়ের ব্যক্তিই। আমাদের তিনজন রাজবংশী সম্প্রদায়ভুক্ত বিধায়ক রয়েছেন। বাকিটা দল ঠিক করবে।’

তবে প্রার্থীর নাম ঘোষণা না হলেও শাসকদলের নেতা-কর্মীরা বসে নেই। প্রচারে এগিয়ে থাকার জন্য ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন। আপাতত প্রার্থীর নাম ফাঁকা রেখেই চলছে দেওয়াল লিখনের কাজ।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sheikh Shahjahan | সাদা কাগজে সই, মিথ্যে ধর্ষণের অভিযোগে প্রতিক্রিয়া শাহজাহানের, কী বললেন তিনি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাদা কাগজে সই ও ধর্ষণের মিথ্যে অভিযোগ নিয়ে মুখ খুললেন সন্দেশখালির…

2 mins ago

Sandeshkhali | প্রাণনাশের আশঙ্কা গঙ্গাধর কয়ালের! কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা…

7 mins ago

Siliguri | তীব্র জলসংকট শিলিগুড়িতে, কলের সামনে দীর্ঘ লাইন বাসিন্দাদের

শিলিগুড়ি: গজোলডোবায় তিস্তা ব্যারাজের বাঁধ মেরামতের জন্যে শিলিগুড়ি(Siliguri) শহরে পানীয় জলের সমস্যা(Water Crisis) হবে আগেই…

8 mins ago

IT Raid Bhopal | ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের পর এবার ভুপাল, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার আয়কর কর্তাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রীর সচিবের পরিচারকের বাড়িতে হানা দিয়ে চমকে উঠেছিলেন ইডির…

28 mins ago

BCCI | জুনেই মেয়াদ শেষ দ্রাবিড়ের, নতুন কোচের খোঁজে বিজ্ঞাপন দেবে বিসিসিআই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রোহিত শর্মাদের হেডস্যার কে হবেন, তা ঠিক করতে বিজ্ঞাপন দেওয়ার কথা…

40 mins ago

Abhishek Banerjee | শত্রুঘ্নর সমর্থনে আসানসোলে রোড শো অভিষেকের, ঢল নামল জনতার

আসানসোল: আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে শুক্রবার রোড শো…

55 mins ago

This website uses cookies.