উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার দুপুর নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) যান রাজ্যপাল। সেখানে পৌঁছতেই তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রবল বিক্ষোভের মুখে পড়েন সি ভি আনন্দ বোস। ‘গো ব্যাক’ স্লোগান তোলেন টিএমসিপির কর্মীরা। পাশাপাশি রাজ্যপালকে দেখানো হয় কালো পতাকাও।
এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি (PHD) প্রাপকদের সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কলেজ ক্যাম্পাসে যখন রাজ্যপালের গাড়ি প্রবেশ করছে, ঠিক তখনই ‘গো ব্যাক’ স্লোগান তোলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাঁদের দাবি, ‘পূর্ণ সময়ের উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই মানপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের নামে ঘুরপথে সমাবর্তন অনুষ্ঠান করা হচ্ছে। মুষ্টিমেয় কয়েক জন অধ্যাপক বাদে বাকিদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না। রাজ্যপাল নিয়ম না মেনে, অবৈধ ভাবে একজন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে বসিয়ে রেখেছেন।’
উল্লেখ্য, বিশ্ব বিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে তীব্র বিবাদ তৈরি হয়েছিল রাজ্য এবং রাজ্যপালের মধ্যে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে বলা হয়েছিল, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য সার্চ কমিটি তিনটি নাম বাছাই করবে। সেই তিনটি নাম তারা মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) পাঠাবে। মুখ্যমন্ত্রী ওই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাছবেন। সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাঁকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করবেন রাজ্যপাল। তিনিই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য। তবে সার্চ কমিটির বাছাই করা নাম যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয়, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আবার সার্চ কমিটি প্রস্তাবিত তিনটি নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী যাঁকে বাছবেন, রাজ্যপালের যদি তাঁকে পছন্দ না হয়, তিনিও শীর্ষ আদালতে যেতে পারেন।