গুয়াহাটি: অসমে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রবিবার রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রিপুন বোরা (Ripun Bora)। লোকসভা নির্বাচনের পর থেকে দলীয় কর্মসূচিতে রিপুন বোরাকে খুব একটা দেখা যাচ্ছিল না। তৃণমূল নেতৃত্বের সঙ্গে তাঁর মতবিরোধ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল। এদিন প্রদেশ সভাপতির পদত্যাগের কথা প্রকাশ্যে আসার কয়েকঘণ্টার মধ্যে দলের তরফে বিবৃতি জারি করা হয়। তৃণমূলের দাবি, রিপুন বোরাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। রাজ্যসভায় প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। সেই দাবি মানতে রাজি হয়নি দল।
রাজ্যসভার সাংসদ পদের দাবির কথা মানতে চাননি রিপুন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে নিজের ইস্তফার পক্ষে যুক্তি সাজিয়েছেন তিনি। রিপুনের বক্তব্য, অসমে তৃণমূলের প্রচুর সম্ভাবনা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের দল হিসাবে তৃণমূলের ওপর আঞ্চলিকতার যে তকমা রয়েছে, তার ফলে অসমে তাদের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়েছে।
তৃণমূল সূত্রের পালটা দাবি, অসমে বাঙালিদের দল হিসেবে তাদের গণভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে। রিপুন বোরার পদত্যাগ সেই অগ্রগতিতে প্রভাব ফেলতে পারবে না। কয়েকদিনের মধ্যে গুয়াহাটি যাচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ তথা অসমের তৃণমূলনেত্রী সুস্মিতা দেব। সেখানে তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সূত্রটি জানিয়েছে, লোকসভা নির্বাচনে অসমে দলের খারাপ ফল নিয়ে রিপুন বোরার ওপর অসন্তুষ্ট ছিলেন তৃণমূল নেতৃত্ব। অসমের ৪টি আসনে দল মাত্র ৮০ হাজার ভোট পাওয়ার পরেই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।