উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুটিং সেটে এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে অরিন্দম শীলকে (Arindam Sil)। এবার আরও বিপাকে পড়লেন পরিচালক। সূত্রের খবর, এবার অরিন্দম শীলের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন ওই অভিনেত্রী।
সম্প্রতি অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে মহিলা কমিশনের কাছে প্রথমে অভিযোগ জানান ওই অভিনেত্রী। তিনি অভিযোগ জানিয়েছিলেন, শুটিং সেটে একটি শট বোঝাতে গিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন পরিচালক। যদিও এই বিষয়ে এর আগে প্রতিক্রিয়া দিয়ে অরিন্দম জানিয়েছিলেন, একটি শট বোঝাতে গিয়ে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই হয়েছিল। তাছাড়াও সেইসময় সেটের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এমনকি অরিন্দম আরও জানান যে, তিনি মহিলা কমিশনে গিয়ে কথাও বলেছেন। এই ঘটনায় তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তাঁর পালটা অভিযোগ, মহিলা কমিশন তাঁকে ক্ষমা চেয়ে একটি চিঠি লিখতে বলে। তাঁর লেখা ‘অনিচ্ছাকৃত’ শব্দটি মুছে দিতে বলে। সেটিই এখন তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, ডিরেক্টর্স গিল্ড তাঁকে কিছু না জানিয়েই সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।