Friday, September 20, 2024
HomeবিনোদনR G Kar Hospital Incident | ‘অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, আরজি কর...

R G Kar Hospital Incident | ‘অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব টলিপাড়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা রাজ্য। শুক্রবার সকালে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের (R G Kar Hospital Incident) সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তরুণী জুনিয়র চিকিৎসকের দেহ। শনিবার সারাদিন এই ঘটনার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ চলে হাসপাতাল চত্বরে। ময়নাতদন্তের রিপোর্টের ইঙ্গিত, ধর্ষণ করেই খুন হয়েছেন ওই তরুণী। ইতিমধ্যেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক অভিযুক্ত। শহরে ফের মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলে। ঘটনার তীব্র নিন্দা করেছেন টলিপাড়ার (Tollywood) কলাকুশলীরাও। এই নৃশংস ঘটনার প্রতিবাদ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee)। পরিচালকের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও বটে। আরজি করের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কমলেশ্বর বলেন, ‘আরজি করের ঘটনা মর্মান্তিক এবং ভয়াবহ। শহরের প্রথম শ্রেণির কলেজ হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা দিতে পারছি না আমরা। এই মৃত্যু, অবমাননা আর নিরাপত্তা নিয়ে কথা না বলে পারলাম না। ঘটনার নিরপেক্ষ বিচার চাই। অপরাধীকে খুঁজে বের করে তাকে কঠিনতম শাস্তি দিতে হবে। এর আগেও সরকারি ও বেসরকারি হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অনেক অপমান, নিগ্রহ সহ্য করতে হয়েছে। কিন্তু এবার সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।’ঘটনার দ্রুত বিচার চেয়ে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) বলেন, ‘আমার শহর কুণ্ঠিত বড়। ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান শুধু মার্জনা চেয়ে।’

ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)। তিনি বলেন, ‘ধর্ষণ এবং খুন! আর এটাকে আত্মহত্যা বলে মূর্খামি করা হচ্ছে? যে বা যারা এই ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, তাদের সকলকে বরখাস্ত করার দাবি জানাই। অত্যন্ত নারকীয় ঘটনা। অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। নিহতের পরিবার যেন বিচার পায়।’ গায়ক অনুপম রায়ও (Anupam Roy) সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘বিচার কি কোনওদিন পাওয়া যাবে?’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Nabanna | প্যানিক বাটন থেকে হেল্পলাইন, ডাক্তারদের নিরাপত্তায় দশ দফা নির্দেশিকা নবান্নের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৪১ দিন পার হয়ে গিয়েছে আন্দোলনের। অবশেষে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে রাজ্যের হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ...

Munsyari | বরফে ঢাকা গুহায় আটকে ছিলেন তিনদিন,ভারত-চিন সীমান্ত থেকে জীবিত অবস্থায় উদ্ধার ভারতীয়...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একটি নির্দিষ্ট সময়কাল নিয়েই বোধহয় সবাই আসে এই ধরাধামে। ছেড়ে যাওয়ার সময় এলে যেমন আটকানোর উপায় নেই, আবার সময়ের আগে...

Darjeeling | নিরাপত্তা সুনিশ্চিত করতে দার্জিলিং হাসপাতালে ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু করল জিটিএ

0
দার্জিলিং: জেলা হাসপাতালে রাতে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে পুরুষ কর্মীদের ‘ব্রেথ অ্যানালাইজার টেস্ট’ শুরু করল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। মদ্যপ অবস্থায় হাসপাতালের কোনও কর্মী...

Junior Doctors | স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠছে অবস্থান, ইমার্জেন্সিতেও কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত জুনিয়ার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা ৪১ দিন পর নমনীয় হলেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। আগামীকাল স্বাস্থ্যভবনের সামনে থেকে উঠে যাচ্ছে অবস্থান বিক্ষোভ। এমনকি স্বাস্থ্যভবনের সামনে...

Siliguri | বুদ্ধদেব-ইয়েচুরির স্মরণসভা করল সিপিএম, গুরুত্ব পেল আরজি কর প্রসঙ্গ

0
সানি সরকার, শিলিগুড়ি: কারও হাতে রজনীগন্ধা, কারও হাতে লাল গোলাপ। একে একে সকলে এগিয়ে চলেছেন, সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) এবং...

Most Popular