লাটাগুড়ি: নিজের প্রাণ বিপন্ন করে জংলি হাতির হাত থেকে পর্যটক ও পথ চলতি মানুষদের রক্ষা করলেন এএসআই সুরজিৎ মল্লিক (Police)। পুলিশ কর্মীর এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
শনিবার বিকেলে লাটাগুড়ি (Lataguri) জঙ্গলের মাঝে মহাকালধাম মন্দিরের কাছে একটি দাঁতাল হাতি (Elephant) লাটাগুড়ি-চালসাগামী সড়কে ওঠে পড়ে। সেই সময়ে হাতির পাশে চলে যায় অনেক পর্যটক। একটি ছোট গাড়িতে থাকা কয়েকজনও চলে যান হাতির কাছে। পুলিশ আধিকারিক সুরজিৎ মল্লিক জোরে চিৎকার করে সমস্ত পর্যটকদের হাতির পাশ থেকে দূরে চলে আসার আহ্বান জানান। তাতেও তারা কথা না শুনলে তাদেরকে ফেরাতে হাতির দিকেই দৌড়ে যান সুরজিৎ বাবু। ততক্ষণে হাতিটি একটি ছোট গাড়িকে ধাক্কা মেরে দিয়েছে। কোনওক্রমে চিৎকার করে ওই ব্যক্তিদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনেন সুরজিৎ বাবু।
অন্যদিকে সেই সময় ওই পথ দিয়েই যাচ্ছিলেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে এবং জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কাউন্সিলর স্বরূপ মন্ডল। তারাও সুরজিৎ বাবুকে যথাসম্ভব সাহায্য করেন। এদিনের ঘটনায় কেউ হতাহত না হলেও। ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাতিটি প্রায় এক কিলোমিটার জাতীয় সড়ক দিয়ে লাটাগুড়ির দিকে আসতে থাকে। যার জেরে রাস্তার দু’পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। শেষমেষ দাঁতালটি জঙ্গলে ফিরত গেলে স্বাভাবিক হয় যান চলাচল।