Friday, July 5, 2024
HomeExclusiveCoochbehar | ভারী বৃষ্টিতে তোর্ষায় বাড়ছে জলস্তর, আতঙ্কে বাসিন্দারা

Coochbehar | ভারী বৃষ্টিতে তোর্ষায় বাড়ছে জলস্তর, আতঙ্কে বাসিন্দারা

গৌরহরি দাস, কোচবিহার: পাহাড়ের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কোচবিহারে (Coochbehar) ভারী বৃষ্টিপাত (Heavy Rain) হওয়ায় জলস্তর ক্রমশ বাড়ছে কোচবিহারের নদীগুলিতে। এর মধ্যে বেশ কয়েকটি নদী একেবারে বিপদসীমা ছুঁইছুঁই অবস্থায় রয়েছে। অন্যদিকে, বিপদসীমার ওপর দিয়ে জল বয়ে যাওয়ায় গত তিন-চারদিন ধরে তিস্তায় মেখলিগঞ্জে লাল এবং দোমোহনিতে হলুদ সতর্কতা জারি হয়েছে।

সোমবার দিনের বেলায় বৃষ্টির হার কিছুটা কমলেও সোমবার বিকাল থেকে প্রায় সারারাত কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে। ফলে কোচবিহার শহর লাগোয়া ফাঁসিরঘাট এবং ঘুঘুমারি চর এলাকায় নতুন করে বেশ কয়েকটি বাড়িতে তোর্ষার জল (Torsa River Overflow) ঢুকতে শুরু করেছে। জেলা সেচ দপ্তর গোটা বিষয়টির উপর নজর রেখেছে। যদিও ফাঁসিরঘাটের বাসিন্দা নুরুল হোসেনদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

কোচবিহার জেলা সেচ দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বদিরুদ্দিন শেখ বলেন, ‘পাহাড়ের পাশাপাশি কোচবিহারেও ভারী বৃষ্টি হওয়ায় জেলায় অধিকাংশ নদীতে জল বাড়ছে। ইতিমধ্যে জেলার কোচবিহার, তুফানগঞ্জ এবং মাথাভাঙ্গায় তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’

জুন মাসের পর চলতি মাসের শুরুতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে কোচবিহারে। জেলা সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত হয়েছে মোট ৫৫৫.৬০ মিলিমিটার। এর মধ্যে কোচবিহার সদর মহকুমায় ১২৬.৬০ মিমি, তুফানগঞ্জ মহকুমায় ৬৮.২০ মিমি, মাথাভাঙ্গা মহকুমায় ১৬২.৬০ মিমি, দিনহাটায় ১০৫.২০ মিমি ও মেখলিগঞ্জ মহকুমায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চলতি বছরে কোচবিহারে এখনও পর্যন্ত সবমিলিয়ে ৬৮৬৭.৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে। লাগাতার বৃষ্টিপাতের জেরে জেলার প্রায় সমস্ত নদীর জল অনেকটাই বেড়েছে। সেচ দপ্তরের হিসাব অনুযায়ী, জেলায় রায়ডাক-২, রায়ডাক-১, মাথাভাঙ্গার মানসাই, তোর্ষার ঘুঘুমারি, কেশব আশ্রম সব নদীরই জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। এছাড়া, আলিপুরদুয়ারের তোর্ষা, কালজানি নদীর জলও বেড়ে চলেছে। এই নদীগুলির প্রায় প্রতিটিরই জল বিপদসীমা ছোঁয়ার থেকে হাফ অথবা এক মিলিমিটার নীচে রয়েছে। তোর্ষার জল বেড়ে যাওয়ায় কোচবিহার শহর লাগোয়া ঘুঘুমারি নদীর চর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের একাংশের ঘরে জল ঢুকতে শুরু করেছে। চিন্তা বাড়ছে বাসিন্দাদের।

ফাঁসিরঘাট চর এলাকার বাসিন্দা রেজিনা বিবি বলেন, ‘নদীর জল ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে একাধিক বাড়িতে জল ঢুকে পড়েছে। মঙ্গলবার রাতে কী হয়, এই নিয়ে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ganga erosion | ভাঙন অব্যাহত গঙ্গার, বাঁধহীন ভূতনির বিস্তীর্ণ এলাকা, পরিদর্শনে এসে ক্ষোভের মুখে...

0
মানিকচকঃ প্রায় তিন কিলোমিটার বাঁধহীন অবস্থায় ভূতনির বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। প্রশাসনের উপর আস্থা ও হারিয়েছেন পুরোপুরি। ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতেও আসেননি...

Bhorer aalo | বিজেপি নেতার রিসর্টে নয়, বুলডোজার চলল তৃণমূল নেতা রঞ্জনের খামার বাড়িতে

0
রাজগঞ্জঃ বিজেপি নেতার রিসর্ট ভাঙতে এসে ভেঙে দিয়ে গেল তৃণমূল নেতার খামারবাড়ি। এই ঘটনায় শুক্রবার সকাল থেকেই তোলপাড় ভোরের আলো। এদিন রাজগঞ্জের বিডিওর উপস্থিতিতে...

বর্ষার দুপুরে বানিয়ে ফেলুন ‘বেলে মাছের ফ্রিটার্স’, জানুন রেসিপি…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তেলেভাজা ছাড়া কি আর বৃষ্টির দুপুর বা সন্ধ্যা জমে? চপ-কাটলেট-পিঁয়াজি-পকোড়া ভালোবাসেন না,  এমন বাঙালি খুব কমই আছে। আর দুপুরে ভাত...

Islampur | ফেরার ‘সুজালির ত্রাস’ আব্দুল, ভাই খালেককে গ্রেপ্তার করল পুলিশ

0
ইসলামপুর: চোপড়া-ইসলামপুরে (Islampur) সালিশি সভা বসিয়ে তোলা আদায় চক্রের আরও এক পান্ডা খালেককে গ্রেপ্তার করল ইসলামপুর পুলিশ।  খালেক ইসলামপুর ব্লকের সুজালি অঞ্চল তৃণমূলের প্রাক্তন...
Youth accused of having physical relation with friend's wife

Balurghat | বিয়ের প্রলোভন দিয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সহবাস, অভিযুক্ত যুবক

0
বালুরঘাট: বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠল এক যুবককের বিরুদ্ধে। এদিকে স্বামীকে ছাড়তেই মুখ ফিরিয়ে নেয় প্রেমিকও। এমনকি গত...

Most Popular