রাজ্য

Totapara Tea Garden | শ্রমিক অসন্তোষের জের! কর্মবিরতি তোতাপাড়া চা বাগানে

নাগরাকাটা: শ্রমিক অসন্তোষের জের। মে দিবসের প্রাক্কালে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হল বানারহাটের তোতাপাড়া চা বাগানে (Totapara Tea Garden)। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনাগন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেইসঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। যদিও শ্রমিকরা সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হল বলে জানিয়েছেন। তাঁরা দ্রুত বাগান খোলার দাবিতেও সরব হন।

মালিকপক্ষের সংগঠন আইটিপিএ-র উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তী বলেন, কর্মবিরতি সংক্রান্ত নোটিশের কপি পেয়েছি। বুধবার থেকে সেখানে কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পরিচালকরা বাধ্য হয়েছেন বলে জানানো হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্ত বলেন, ‘আমাদের কাছে এই মর্মে বাগান কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, পিএফ, গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনাগন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের ৩ পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়। ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত ২৭ এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় (Banarhat police station) গিয়ে অবস্থানে শামিল হন। এরপর বানারহাট বিডিও অফিসে (BDO Office) একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তাঁরা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন। সেটা এদিন দেওয়াও হয়। তারপরই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ-প্রশাসনকেও তাঁদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয়। বাগানটির স্থায়ী শ্রমিক সংখ্যা ৮৩০। এর ফলে বিপাকে পড়লেন তাঁরা।

শাসকদল প্রভাবিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তবারক আলি বলেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে বাগান বন্ধ করে দেওয়া হল। কাজ করিয়েও মজুরি দেওয়া হচ্ছিল না। নিজেদের হকের কথা জানাতেই শ্রমিকরা খারাপ হয়ে গেল। এমন মালিকপক্ষ আর যাই হোক কখনওই প্রকৃত শিল্পপতি নন। দ্রুত বাগান খোলার দাবি জানাচ্ছি।’ বিজেপি প্রভাবিত ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়নের বানারহাটা ব্লক কমিটির সভাপতি জয়রাজ বিশ্বকর্মা বলেন, ‘কোন সমস্যা থাকলে মালিকপক্ষ তা আলোচনার মাধ্যমে মেটাতে পারতেন। সেটা না করে শ্রমিক দিবসের ঠিক আগের রাতে এভাবে বাগান বন্ধ করে চলে যাওয়ার ঘটনার ঘোর নিন্দা জানাই।’

চা মহল জানাচ্ছে তোতাপাড়া চা বাগান এর আগেও একাধিকবার বন্ধ হয়েছে। গত বছরও পুজোর বোনাস ইস্যুতে সেখানে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। তখনও একবার বাগান বন্ধ হয়। বাগান সূত্রে খবর, সেখানে স্টাফদের চার মাসের বেতন বকেয়া আছে।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sand smuggling | বালিপাচার চক্র সক্রিয় চোপড়ায়, অবৈধ ঘাটে অভিযান চালিয়ে ১১টি ট্রাক আটক করল পুলিশ

চোপড়াঃ নদী থেকে বালি তোলার যন্ত্রাংশ ও কয়েকটি বালি বোঝাই গাড়ি আটক করল চোপড়া থানার…

3 mins ago

NBU | গবেষকের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্ত অধ্যাপককে বহিষ্কারের দাবি, উত্তপ্ত বিশ্ববিদ্যালয়

শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে (NBU)-র গবেষক ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ…

23 mins ago

Malda | অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে টাস্কফোর্সের অভিযান

মালদা: অপরিপক্ক লিচুর বিক্রি বন্ধে এবার মালদায় (Malda) আমবাজারে হানা দিল স্বাস্থ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার…

42 mins ago

Chit fund | অল্প সময়ে দ্বিগুন টাকার টোপ, প্রতারণার জাল ছড়াচ্ছে উত্তর দিনাজপুরে

হেমতাবাদঃ আবারও কি ফিরে আসছে চিটফান্ড? কম সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করার টোপ দিয়ে হেমতাবাদে…

46 mins ago

Malda | বিয়ের পরেও স্ত্রীর মর্যাদা দিতে নারাজ, অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর!

মালদা: আইনত বিয়ের পরেও স্ত্রীর মর্যাদা দিতে নারাজ স্বামী। এমনকি, ওই তরুণীকে মারধরের পাশাপাশি খুনের…

53 mins ago

Old Malda | পুরাতন মালদায় একাধিক বেআইনি মার্কেট কমপ্লেক্স ঘিরে বিতর্ক, মুখে কুলুপ পূর্ত দপ্তরের

সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: পুরাতন মালদা (Old Malda) শহরের মির্জাপুর মোড়ের উপর পূর্ত দপ্তরের রাস্তা…

1 hour ago

This website uses cookies.