তপন: যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বাসচালক ও কনডাক্টরকে মারধরের অভিযোগ উঠেছে টোটোচালকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে তপনে (Tapan)। এই ঘটনার প্রতিবাদে রাজ্যসড়কের ওপরে বাস রেখে বিক্ষোভ দেখান বিভিন্ন রুটের বাস মালিকরা। প্রায় ৫ ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, এদিন তপন চৌপথিতে করদহ রুটে একটি বেসরকারি বাস যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে ছিল। তখনই বাসের সামনে এসে দাঁড়ায় একটি টোটো। সে সময় যাত্রী তোলাকে কেন্দ্র করে বাসের কনডাক্টর ও টোটোচালকের মধ্যে বচসা শুরু হয়। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অভিযোগ, বাস কনডাক্টর দেবব্রত ঘোষকে মারধর করেন টোটোচালক রবিউল মিঁয়া। কনডাক্টরকে বাঁচাতে গেলে বাসচালককেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন বাস কনডাক্টর। চিকিৎসার জন্য তাঁকে তপন গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত টোটোচালকের শাস্তির দাবিতে বিভিন্ন রুটের বাস মালিকরা তপন চৌপথিতে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে দেখান। দীর্ঘক্ষণ বাস চলাচল না করায় হয়রানির শিকার হন কলেজের পরীক্ষার্থীরা থেকে শুরু করে দূরদুরান্তের যাত্রীরা। শেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। ইতিমধ্যেই টোটোচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে টোটোচালক পলাতক।
এপ্রসঙ্গে বাসচালক শরৎ রায় অভিযোগ করে বলেন, ‘রবিউল মিঁয়া নামে ওই টোটোচালক বাস থেকে যাত্রী নামিয়ে নেওয়ার চেষ্টা করে। আমার সহকর্মী প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। আমি আটকাতে গেলে আমাকেও মারধর করা হয়।’ তপন বাস মালিক ওয়ান অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপন বিশ্বাস বলেন, ‘টোটোর দাপটে বাসগুলিতে যাত্রী নেই। অনেক মালিক বাস বন্ধ করে দিয়েছেন। এদিন একটি টোটো এসে বাস থেকে যাত্রী নামিয়ে নেওয়ার চেষ্টা করে। আর প্রতিবাদ করাতেই কনডাক্টরকে মারধর করা হয়।’ অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তারের দাবিও তোলেন তিনি। তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা বলেন, ‘পলাতক টোটোচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।’