সামসী: জলাশয় থেকে এক টোটোচালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে চাঁচল-২ ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ইট ভাটার পাশের জলাশয় থেকে মৃতদেহটি উদ্ধার করে চাঁচল থানার পুলিশ। মৃতের নাম জনার্দন দাস(৫৫)। বাড়ি ওই ব্লকের মালতীপুর পঞ্চায়েত এলাকার সাঞ্চিয়া গ্রামে। জানা গিয়েছে, এদিন সকালে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ এসে জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার টোটো নিয়ে বার হয়ে আর ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর হদিস না মেলায় মৌখিকভাবে সামসী পুলিশ ফাঁড়িতে জানানো হয় বিষয়টি। এদিন সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ ভুট্টা খেত থেকে ৩৮টি তাজা বোমা উদ্ধার